Lok Sabha Election 2024

উলুবেড়িয়ার সব বুথে ‘ওয়েবকাস্টিং’ ব্যবস্থা

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৬৩। প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে বিভিন্ন ব্লক প্রশাসন সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১০ মে ২০২৪ ০৭:৩৭
Share:

—প্রতীকী চিত্র।

আগামী ২০ মে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের নির্বাচন। সে দিন প্রতিটি বুথে থাকছে ‘ওয়েবকাস্টিং’ ব্যবস্থা। এর আগের নির্বাচনগুলিতে অর্ধেক বুথে এই ব্যবস্থা করা হত। বৃহস্পতিবার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতরে সর্বদলীয় বৈঠক হয়। সেখানেই নির্বাচন কমিশনের তরফে নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় বলে গ্রামীণ জেলা পুলিশ সূত্রের খবর।

Advertisement

জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দফতরের এক কর্তা জানান, নির্বাচন প্রক্রিয়াকে যতটা সম্ভব স্বচ্ছ রাখাই কমিশনের উদ্দেশ্য। কমিশন থেকেই এই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই মতো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও ব্যবস্থা করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্লক অফিসে বসেই কমিশনের আধিকারিকেরা বুথের ঘটনা, নির্বাচন প্রক্রিয়া সরাসরি দেখতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৬৩। প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং ব্যবস্থা চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে বিভিন্ন ব্লক প্রশাসন সূত্রের খবর।

Advertisement

সর্বদলীয় বৈঠকে আরও জানানো হয়, প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এক-একটি বুথে কমপক্ষেচার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা প্রায় ১২০০। সেই হিসাবে বহু ভোটগ্রহণ কেন্দ্রে একাধিক বুথআছে। সেই সব ভোটগ্রহণ কেন্দ্রে জওয়ানের সংখ্যা বাড়বে।

জেলা নির্বাচন দফতরের এক আধিকারিক বলেন, ‘‘ভোটগ্রহণ কেন্দ্রে জওয়ানের সংখ্যা কতটা বাড়বে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কেন্দ্রের সংবেদনশীলতার উপরে। সংবেদনশীল বুথের তালিকা তৈরির কাজ চলছে। কমিশনই ঠিক করবে একাধিক বুথ সংবলিত ভোটগ্রহণ কেন্দ্রে জওয়ানের সংখ্যা।’’

প্রশাসন সূত্রের খবর, নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে লোকসভা কেন্দ্রের সীমানাবর্তী এলাকাগুলিতে চলবে ‘নাকা চেকিং’। লজ এবং হোটেলগুলিতে তল্লাশি চালানো হবে। যাতে অন্য জেলার কেউ এসে অকারণে না আস্তানা গাড়ে। যে সব ভোটকেন্দ্রে একাধিক বুথ আছে, সেখানে করা হবে ভোটার সহায়তা কেন্দ্র। সেখানে থাকবে আশাকর্মীরা। যাতে ভিড়ে কোনও ভোটার অসুস্থ হয়ে পড়লে তাঁর প্রাথমিক চিকিৎসা করা যায়।

সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের আতিয়ার খান। তিনি প্রশ্ন তোলেন ভোটার সহায়তা কেন্দ্রে আশাকর্মীদের থাকার সুযোগ নিয়ে তৃণমূল কর্মীরা যদি জমায়েত করেন, তা রোখার ব্যবস্থা আছে কি না। এই আশঙ্কা নেই বলে জানিয়ে দেন জেলা নির্বাচন দফতর এবং জেলা পুলিশকর্তারা। বৈঠকে হাজির গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি অরুণাভ সেন বলেন, ‘‘আশঙ্কা ভিত্তিহীন।’’ উলুবেড়িয়া কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ইউনিস রিসিন ইসমাইল বলেন, ‘‘কমিশন চায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিন। তার জন্য যা করণীয়, তা-ই করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement