Lok Sabha Election 2024

তৃণমূলের অভিনন্দন বৈঠক, কটাক্ষে বিরোধীরা 

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ব্লকের সাতটি অঞ্চলের মধ্যে চারটিতে এই অভিনন্দন বৈঠক হয়েছে। সেগুলিতে অঞ্চল নেতৃত্ব-সহ বুথ স্তরের সমস্ত কর্মীরা হাজির থাকছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৪ ০৯:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

লোকসভা ভোটে পরিশ্রম করার জন্য প্রতিটি অঞ্চলে দলীয় কর্মীদের অভিনন্দন জানাতে বৈঠক করছে আউশগ্রাম ১ ব্লক তৃণমূল। পাশাপাশি, অঞ্চলে তৃণমূলের ফলাফল কি হবে সে সম্পর্কেও তথ্যও সংগ্রহ করছেন ব্লক নেতৃত্ব।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ব্লকের সাতটি অঞ্চলের মধ্যে চারটিতে এই অভিনন্দন বৈঠক হয়েছে। সেগুলিতে অঞ্চল নেতৃত্ব-সহ বুথ স্তরের সমস্ত কর্মীরা হাজির থাকছেন। উক্তা, বেরেন্ডা, দিগনগর-১ ও ২ অঞ্চলে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। সব জায়গাতেই উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অরূপ সরকার। বৈঠক শেষে অঞ্চল সভাপতিরা প্রতিটি বুথে গিয়ে চা-চক্রে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষকেও অভিনন্দন জানাবেন তাঁরা।

ব্লক তৃণমূল সভাপতির দাবি, “প্রচন্দ দাবদাহ উপেক্ষা করে নির্বাচনে কর্মীরা পরিশ্রম করেছেন। প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করেছেন। সে কারণেই ব্লকের প্রধান হিসেবে তাঁদের ধন্যবাদ জানাতেই এই বৈঠক হচ্ছে।” তিনি আরও বলেন, “নির্বাচনের পরে কর্মীদের থেকে যা রিপোর্ট পেয়েছি, তাতে ব্লকের সাতটি অঞ্চলেই তৃণমূল এগিয়ে থাকবে। এ বার নির্বাচনে কোথাও কোনও অশান্তি হয়নি। বিরোধীদের অভিযোগের কোনও জায়গা ছিল না। মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছেন।” একই সঙ্গে, ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Advertisement

তৃণমূলের এই কর্মসূচিকে বিজেপি নেতা কমল মাহাতোর কটাক্ষ, “তৃণমূল জেনে গিয়েছে ফের নরেন্দ্র মোদী কেন্দ্রে সরকার গড়ছেন। তাই ফলাফলের আগেই অভিনন্দন জানানোর নামে কর্মীদের আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার বার্তা দিচ্ছে।” সিপিএম
নেতা সুশান্ত ঘোষের কটাক্ষ, “ভোটের ফল যা হবে তাতে তৃণমূল আর জনগণের কাছে যেতে পারবে না। সে কারণে আগেই অভিনন্দন বৈঠক করছে ওরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement