মীনাক্ষী মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
দলের প্রার্থীকে জেতাতে কর্মী এবং সাধারণ মানুষকে বুথ আর ভোট লুট রোখার পরামর্শ দিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আরামবাগের দলীয় প্রার্থী বিপ্লবকুমার মৈত্রর সমর্থনে মঙ্গলবার শহরে রোড শো এবং সভা করেন মীনাক্ষী। সভায় তিনি বলেন, ‘‘বুথ আর ভোট লুট রোখার দায়িত্ব নিন। দল আরামবাগে জিতবে।’’ কেন্দ্র ও রাজ্য সরকারের নানা ‘দুর্নীতি’র প্রসঙ্গ তুলে সভায় তিনি বলেন, ‘‘শিড়দাঁড়া সোজা রেখে বাঁচতে চাইলে বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোন লাভ নেই। বিজেপি সমেত তৃণমূলকে তাড়াতে হবে।’’ তাঁর মন্তব্য, ‘‘সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ২০২৬ সালে বিধানসভা তৃণমূল ও বিজেপিকে তাড়িয়ে দিতে হবে।’’ ১০০ দিনের কাজ বন্ধ নিয়ে তৃণমূল এবং বিজেপি পরিচালিত দুই সরকারেরই সমালোচনা করেন তিনি। কর্মসংস্থানের দুরবস্থা নিয়েও সরব হন। মীনাক্ষীর তোলা দুর্নীতির অভিযোগ বিজেপি বা তৃণমূল মানেনি।