Lok Sabha Election 2024

অভিষেক-বয়ানে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্য মহিলারা

সম্প্রতি কোচবিহারের এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে।

Advertisement

দয়াল সেনগুপ্ত 

খয়রাশোল শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৯:০৬
Share:

বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে খয়রাশোলের গোষ্ঠডাঙালে নির্বাচনী সভায় তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

২০২১-এর বিধানসভা ভোটে বীরভূমের মোট মহিলা ভোটের প্রায় ৮৩ শতাংশ গিয়েছিল শাসক দল তৃণমূলের পক্ষে। এ বার লোকসভাতেও যে মহিলাদের ভোট তাঁদের ভরসা, তা স্পষ্ট করলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার খয়রাশোলের গোষ্ঠডাঙালে লোকসভা ভোটের প্রচারসভা থেকে বিজেপির বিরুদ্ধে লক্ষ্মীর ভান্ডার বন্ধের চক্রান্তের অভিযোগ তুলে অভিষেক বললেন, ‘‘আমি কথা দিয়ে যাচ্ছি যত দিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তিই চেষ্টা করুক লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবে না। মাসের ১ তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।’’

Advertisement

সম্প্রতি কোচবিহারের এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে। শনিবার সেই সংক্রান্ত একটি অডিয়ো বার্তাও সভায় শোনান অভিষেক।অভিষেক বলেন, ‘‘আমি কোচবিহার জনসভা থেকে বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী প্রকাশ্য কী বলেছেন শোনাচ্ছি। নইলে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন।’’ তার পরেই রেকর্ডিংয়ে মহিলা কণ্ঠ শোনা যায়, ‘‘এই লক্ষ্মীর ভান্ডার বেশিদিন চলবে না। আর তিন মাসের মধ্যে বন্ধ হবে।’’

পরপর দু’বার একই রেকর্ডিং শুনিয়ে অভিষেকের দাবি, ‘‘যিনি মন্তব্যটা করেছেন আজকে তার ১০দিন হয়ে গেল। বিজেপির তরফে শো-কজ় করা হয়নি, কোনও সমালোচনাও করা হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপও করা হয়নি।’’

Advertisement

অভিষেকের অভিযোগ, ‘‘তার মানে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতাদের সমর্থন নিয়েই ওই বিজেপি নেত্রী এ কথা বলেছেন। যারা আপনার বাড়ির টাকা আটকেছে তারা আবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়। তাদের ১৩ তারিখ জবাব দেবেন না?’’ অভিষেক প্রশ্ন করেন, ‘‘আমি মায়েদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা চান এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক?’’ সমস্বরে উত্তর আসে, ‘‘না।’’

গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা এলাকায় পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনেও জেলার ১১টির মধ্যে এই বিধানসভায় হারের মুখ দেখতে হয়েছে তৃণমূলকে। সে কথা মনে করিয়ে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘আমায় দেখাতে পারবেন যে ভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, দুবরাজপুরে একজন মা-দিদি-বৌদি-বাড়ির বোন কারও লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছেন এখানে তৃণমূল জেতেনি বলে? এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য।’’

তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে এ দিন যথেষ্ট ভিড় হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায়। তার মধ্যে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা ও ব্লক তৃণমূলের সব নেতা এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। এই প্রথমবার খয়রাশোলে হেলিকপ্টার নামে। অভিষেকের সেই কপ্টার দেখারও ভিড় ছিল বিপুল। সভায় হাজির মহিলাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘আমি আপনাদের বলছি বোতামটা এখানে টিপবেন, ভূমিকম্প দিল্লিতে হবে।’’

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা আটকে রাখা ও ভোটারদের প্রতারণা করার অভিযোগ এজেন্সি লাগিয়ে বাংলাকে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে খয়রাশোল জনসভা থেকে নানা বিষয়ে বিজেপিকে বিঁধেছেন অভিষেক। তিনি বলেন, ‘‘আপনারা বলুন এরা গত ১০ বছরে বীরভূমের জন্য কী করেছে?’’ তাঁর অভিযোগ, কী ভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে বিজেপি। জনতাকে তাঁর প্রশ্ন, ‘‘যারা মানুষের কাছে ভোট টাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত কি না? হ্যাঁ কি না?’’

এ দিন বেলা আড়াইটের সময় খয়রাশোলে নেমেছিল অভিষেকের প্টার। সভা শেষ করে সওয়া তিনটে নাগাদ উড়ে যায় কপ্টার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement