গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিকেল পাঁচটা পর্যন্ত দেশের ১৩টি রাজ্যের মধ্যে মণিপুর, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬ শতাংশ, ৫৩ শতাংশ এবং ৫৩.৫ শতাংশ।
দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭০ শতাংশের বেশি। শুক্রবার দার্জিলিঙে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭১.৪১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়ল ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮০ শতাংশ।
দ্বিতীয় দফায় ৮৮ আসনে ভোট হচ্ছে ভারতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫০.৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। কমিশনের তথ্য অনুযায়ী, এই রাজ্যে ভোটদানের হার ৬৮.৯ শতাংশ। আর সবচেয়ে কম উত্তরপ্রদেশে। দুপুর ৩টে পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৪.১ শতাংশ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দুপুর ৩টে পর্যন্ত কমিশনের হিসাবের নিরিখে বাংলার তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দার্জিলিঙে। কমিশন সূত্রে খবর, দার্জিলিঙে ভোটদানের হার ৬১.৯৭ শতাংশ। তার পরেই রয়েছে রায়গঞ্জ। এই আসনে ভোট পড়েছে ৬০.২ শতাংশ। অন্য দিকে, বালুরঘাট ভোটদানের হারে ৬০ শতাংশের গণ্ডি পার না হলেও খুব একটা পিছিয়ে নেই। কমিশনের হিসাব অনুযায়ী, বালুরঘাটে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫৯.৫৩ শতাংশ।
পশ্চিমবঙ্গের তিন আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোটদানের হার ৬০ শতাংশের বেশি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তিন আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬০.৬ শতাংশ।
১৩ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ভোটদানের হারে এগিয়ে ত্রিপুরা। কমিশন সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত ত্রিপুরাতে ভোটদানের হার ৫৪.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে (৩১.৮ শতাংশ)। গোটা দেশের ভোট পড়েছে ৩৯.১ শতাংশ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দার্জিলিং লোকসভা আসনে ভোট পড়েছে ৪৯.০৯ শতাংশ। তার পরেই আছে রায়গঞ্জ। এই আসনে ভোটদানের হার ৪৭.৫৬ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে বালুরঘাটে। এই লোকসভা আসনে ভোটদানের হার ৪৪.৯৩ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার দ্বিতীয় দফায় বাংলার তিন আসনে ভোট পড়েছে ৪৭.২৯ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে দার্জিলিং। তিন আসনের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বালুরঘাটে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, দেশের ৮৮ আসনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৫.১ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদানের হার ত্রিপুরাতেই। সেখানে ভোট পড়েছে ৩৬.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়। সেই রাজ্যে ভোটদানের হার ৩৫.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়ল মহারাষ্ট্রে (১৮.৮ শতাংশ)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সকাল ১১টা পর্যন্ত রায়গঞ্জে ভোটদানের হার ৩২.৫১ শতাংশ। আর বালুরঘাটে ভোট পড়ল ২৮.১১ শতাংশ, খবর নির্বাচন কমিশন সূত্রে।
সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হারে তিন আসনের মধ্যে এগিয়ে দার্জিলিং। এই আসনে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার তিন আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোটদানের হার ৩১.২৫ শতাংশ।
১৩টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। এই রাজ্যে একটি আসনেই ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত ত্রিপুরাতে ভোটদানের হার ১৬.৭। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ভোটদানের হার ৭.৫ শতাংশ।
গোটা দেশের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে। ৮৮ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ৯.৩ শতাংশ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৫.৭৪ শতাংশ। আর বালুরঘাটে ভোটদানের হার ১৪.৭৪ শতাংশ।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। কমিশন সূত্রে খবর, এই কেন্দ্রে ভোটদানের হার ১৬.৪৬ শতাংশ। এই আসনে এ বার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁর লড়াই বিজেপির কার্তিক পালের বিরুদ্ধে। ২০১৯ সালে রায়গঞ্জে জয় পেয়েছিল বিজেপি।
শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। দেশের মোট ৮৮টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের তিন আসন- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত এই তিন আসনে মোট ভোট পড়েছে ১৫.৬৮ শতাংশ।