হুগলির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। ছবি: ভিডিয়ো থেকে।
কংগ্রেস এবং তৃণমূল এ বারের নির্বাচনে কত আসন পাবে, তা নিয়ে হুগলির সভায় ভবিষ্যদ্বাণী করলেন মোদী। তিনি জানান, বিজেপি ছাড়া কেউ দেশে সরকার গড়তে পারবে না। রাহুল গান্ধীকে কটাক্ষ করে মোদী বলেন, ‘‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়ে কম আসন পাবে কংগ্রেস। আর তৃণমূলের তো প্রধান বিরোধী দল হওয়ারও ক্ষমতা নেই।’’
হুগলির সভায় গিয়ে মোদী বলেন, ‘‘রামমন্দির তৈরি হয়েছে বলেও তৃণমূল রেগে গিয়েছে। রামমন্দির তৈরি হয়েছে বলে ওদের ঘুম উড়ে গিয়েছে। যা খুশি তাই বলছে। পাঁচশো বছর ধরে এই মন্দিরের জন্য আমাদের পূর্বজেরা সংঘর্ষ করেছেন। ওঁদের ত্যাগকে অপমান করবেন না। ভগবান রামকে বর্জন— এটা বাংলার সংস্কৃতি নয়। মা মাটি মানুষের পার্টি ভোটব্যাঙ্কের জন্য বাংলার অপমান করছে।’’
তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ করে হুগলিতে মোদী বলেন, ‘‘বাংলার যুবদের ভবিষ্যৎ বেচে দিয়েছে। মা-বাবাদের স্বপ্ন বেচে দিয়েছে। এই সরকারে মন্ত্রীরা জেল খাটছেন। বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা সাজা দেবেন না ওদের?’’
হুগলির সভায় গিয়েও মোদীর মুখে সন্দেশখালি প্রসঙ্গ। বলেন, ‘‘সন্দেশখালিতে কী হচ্ছে, সারা দেশ দেখছে। সব রকম চেষ্টা করছে তৃণমূল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, কোনও অত্যাচারী বাঁচবে না।’’
মোদী বলেন, ‘‘তৃণমূলের কাজ হল গন্ডগোল এবং জমি দখল করা। মোদী বলেন, ‘হর ঘর জল’ আর তৃণমূল বলে ‘হর ঘর বোম’। এখানে জীবন মুশকিল হয়ে গিয়েছে।’’
হুগলির সভায় দু’জন প্রধানমন্ত্রীর মায়ের ছবি নিয়ে গিয়েছিলেন। তাঁদের দীর্ঘ ক্ষণ হাত তুলে থাকতে দেখে মোদী ছবিগুলি তাঁর কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। তাঁর কথায়, ‘‘পশ্চিমের দুনিয়া আজকের দিনে মাদারস ডে পালন করে। আমাদের কাছে ৩৬৫ দিনই মায়ের পুজোর দিন।’’
চুঁচুড়ায় গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়স নিয়ে কটাক্ষ করেন মোদী। বলেন, ‘‘কংগ্রেসের যে শাহজাদা আছেন, তাঁর বয়সের চেয়েও কম আসন পাবে কংগ্রেস।’’
বাংলায় ৪০০ আসন পাওয়ার আশা করছেন নরেন্দ্র মোদী। চুঁচুড়ায় গিয়ে তেমনটাই জানিয়েছেন তিনি।