তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বীরভূমের সভা থেকে অভিষেক বলেন, ‘‘আগামী ১৩ মে আপনারা জোড়াফুলের বোতাম টিপবেন। এমন ভাবে বোতাম টিপবেন যে, দিল্লিতে ভূমিকম্প হবে। পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে। আমি কথা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না।’’
বীরভূমের মঞ্চ থেকে বিজেপির ইস্তাহারকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, ‘‘বিজেপির ইস্তাহারে বলা হচ্ছে, পাঁচ বছরে এক বার আপনি ভোট দেবেন। এই ভোটই আপনাদের জীবনের শেষ ভোট হতে পারে। এর পর হয়তো ওরা সংবিধান পাল্টে দেবে। যত জোরে বোতাম টিপবেন, তত জোরে দিল্লিতে ভূমিকম্প হবে। পদ্মফুল যাতে সর্ষেফুল দেখে, সেই মতো ভোট দিন। ১৩ মে প্রতিবাদের, প্রতিরোধের, প্রতিশোধের ভোট। বিজেপিকে উৎখাত করতে হবে।’’
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে বীরভূমে অভিষেক বলেন, ‘‘তর্কের খাতিরে মেনে নিচ্ছি কিছু লোক দুর্নীতি করেছেন। অন্যায় করেছেন। কিন্তু ওই ২৬ হাজারের মধ্যে ৮০-৯০ শতাংশ মেধাবী। মমতা চাকরি দিচ্ছেন, মোদী নিয়ে নিচ্ছেন।’’
বীরভূমের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেত্রীর বক্তব্যের অডিয়ো শোনালেন অভিষেক। জানান, দীপা চক্রবর্তী নামের ওই নেত্রী একটি সভায় বলেছেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। প্রমাণ হিসাবে সেই অডিয়ো শোনান তিনি। বলেন, ‘‘১০ দিন আগে উনি এটা বলেছেন। বিজেপি এর বিরুদ্ধে কিছু করেনি। তার মানে এতে বিজেপির সমর্থন রয়েছে।’’
বীরভূমে বিজেপির প্রার্থী বদল নিয়ে অভিষেক বলেন, ‘‘যাঁরা প্রার্থী ঠিক করতে পারছেন না, তাদের নিয়ে আর কী বলব। এখনও কেউ জানে না এখানে প্রার্থী কে। ১৫ দিনে দু’বার প্রার্থী বদল। কাল দেখলাম দেওয়াল মোছা হচ্ছে। স্টিকার তোলা হচ্ছে। কী দুর্গতি! বাংলার সভ্যতা, সংস্কৃতিকে নষ্ট করছে বিজেপি।’’
কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও এ বছরের মধ্যে মমতা সরকার সকলকে বাড়ির টাকা দিয়ে দেবে। বীরভূমে জানালেন অভিষেক। তিনি জানান, ৩১ ডিসেম্বরের আগে সকলে বাড়ির টাকা পেয়ে যাবেন।
বীরভূমের সভা থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেন, ‘‘উনি সরকারের আবর্জনা। পাপ বাপকেও ছাড়ে না। বিজেপির টিকিট পেয়ে উনি তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন। মা সুবিচার করেছেন।’’
‘লক্ষ্মীর ভান্ডার’-এ ১০০০ টাকা করে দিচ্ছেন মমতা। সেই টাকা আধার এবং প্যানের লিঙ্ক করানোর নামে নিয়ে নিচ্ছেন মোদী। বীরভূমের জনসভা থেকে এমনটাই দাবি করলেন অভিষেক।
বীরভূম থেকে অভিষেক বলেন, ‘‘মোদী বলেছেন, ১০ বছরে তাঁর দল ট্রেলার দেখিয়েছে। এ বার জিতলে সিনেমা দেখাবে। ১০ বছরের ট্রেলারে কী দেখেছেন? রান্নার গ্যাস হাজার টাকা, ডিজেল ৯২ টাকা, পেট্রল ১০০ টাকা, ১৭ টাকার কেরোসিন ৭৫ টাকা, ডাল ১৬০ টাকা, তেল ২০০ টাকা। এর পরেও সিনেমা দেখতে চান?’’
দুবরাজপুরের মঞ্চে উঠেছেন অভিষেক। সভা শুরু হয়েছে। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন শতাব্দী রায় এবং জেলা নেতৃত্ব।
শনিবার জোড়া সভা রয়েছে অভিষেকের। বীরভূম এবং বর্ধমানে পর পর সভা করবেন তিনি। বীরভূমের দুবরাজপুরের খয়রাশোল ব্লকে গোষ্ঠ ডাঙাল মাঠে সভা রয়েছে তাঁর। পরের সভাটি রয়েছে বর্ধমানের জামালপুরের সেলিমাবাদ সি বি মাঠে।