IPL 2025

সল্টের উইকেট নিয়ে আইপিএলে নজির অর্শদীপের, ভাঙলেন চাওলার রেকর্ড

আইপিএলের ইতিহাসে পঞ্জাব কিংসের সফলতম বোলার হলেন অর্শদীপ সিংহ। শুক্রবার ফিল সল্টের উইকেট নিয়ে পীযূষ চাওলার রেকর্ড ভেঙে দিয়েছেন বাঁহাতি জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০০:০৯
Share:
picture of Arshdeep Singh

অর্শদীপ সিংহ। ছবি: এক্স (টুইটার)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলে নজির গড়লেন অর্শদীপ সিংহ। পঞ্জাব কিংসের জোরে বোলার ভেঙে দিলেন পীযূষ চাওলার রেকর্ড। শুক্রবার ফিল সল্টকে আউট করে নজির গড়েছেন বাঁহাতি জোরে বোলার।

Advertisement

আইপিএলের ইতিহাসে পঞ্জাব কিংসের সফলতম বোলার হলেন অর্শদীপ। শুক্রবার বেঙ্গালুরুর ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে সল্টকে আউট করে চাওলার রেকর্ড ভেঙে দিলেন তিনি। পঞ্জাবের হয়ে ৮৭টি ম্যাচে ৮৪টি উইকেট নিয়েছিলেন চাওলা। পঞ্জাবের জার্সি গায়ে সল্ট হলেন অর্শদীপের ৮৫তম উইকেট। পরে বিরাট কোহলিকেও আউট করেন বাঁহাতি জোরে বোলার। শুক্রবারের পর পঞ্জাবের হয়ে ৭২টি ম্যাচে অর্শদীপের উইকেট সংখ্যা হল ৮৬টি।

পঞ্জাবের হয়ে আইপিএলে সফলতম বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সন্দীপ শর্মা। তিনি ৬১টি ম্যাচ খেলে ৭৩টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে অক্ষর পটেল। পঞ্জাবের জার্সি গায়ে আইপিএলে অক্ষরের ৬৯টি উইকেট রয়েছে ৭৩টি ম্যাচ খেলে। তালিকায় পঞ্চম স্থানে মহম্মদ শামি। বাংলার জোরে বোলার পঞ্জাবের হয়ে ৪২টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement