WAQF Amendment Act

ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশ জামায়াতে ইসলামির! ঢাকায় মিছিল, সমাবেশ

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং ‘গণমিছিল’ করেন জামাতের নেতা-কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০২:১৫
Share:

ছবি: সংগৃহীত।

ভারতে সংশোধিত ওয়াকফ আইন কার্যকরের বিরুদ্ধে এ বার প্রতিবাদ সমাবেশ এবং মিছিল হল বাংলাদেশে। আয়োজক, সে দেশে ‘স্বাধীনতাবিরোধী’ বলে চিহ্নিত ‘বাংলাদেশ জামায়াতে ইসলামি’ (‘জামাত’ নামেই যা পরিচিত)!

Advertisement

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং ‘গণমিছিল’ করেন জামাতের নেতা-কর্মীরা। সেখান থেকে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ওয়াকফ আইনকে ‘মুসলিম বিরোধী’ বলেও চিহ্নিত করেন জামাতের বক্তারা। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি।

ওয়াকফ আইনের বিরোধিতার পাশাপাশি প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় ইজরায়েলি হামলা নিয়েও প্রতিবার জানানো হয় ওই কর্মসূচিতে। জামাতের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান মাযহারি বলেন, ‘‘ইজ়রায়েল, আমেরিকাকে হুঁশিয়ার করে বলতে চাই, গাজ়া এবং রাফাকে খালি করে ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তা হবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement