Kunal Ghosh

বামেদের ভোট বাড়বে: কুণাল

কুণাল এ-ও জানিয়েছেন, তাঁর দলের জয়ের ব্যবধান এবং আসন সংখ্যা বাড়বে। তাঁর মতে, তৃণমূল এ বার ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ০৮:০৬
Share:

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

পঞ্চম দফার ভোটের আগেই সিপিএমের ভোট বাড়বে বলে চর্চায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বৃহস্পতিবার এক্স হ্যান্ড্‌লে লিখেছেন, ‘এ বার সিপিএমের কিছু ভোট বাড়বে। আগে বামেদের যে ভোট বিজেপিতে যাচ্ছিল, সেটা খানিকটা ফিরবে।’ দমদম, যাদবপুর, শ্রীরামপুর-সহ কিছু আসনে বামেরা দ্বিতীয় হবে বলেও কুণাল দাবি করেছেন। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, কুণালের এমন মন্তব্যের নেপথ্যে বিরোধী ভোট ভাগের সম্ভাবনা উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে। সেই সঙ্গে কুণাল এ-ও জানিয়েছেন, তাঁর দলের জয়ের ব্যবধান এবং আসন সংখ্যা বাড়বে। তাঁর মতে, তৃণমূল এ বার ৩০ থেকে ৩৫টি আসন পেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement