কুণাল ঘোষ। — ফাইল চিত্র।
লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনের মধ্যে কোন দল ক’টি আসন পাবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে বিরোধীদের কটাক্ষের লক্ষ্য হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ! তাঁর এক্স হ্যান্ড্লে পোস্ট করে রবিবার কুণাল দাবি করেছেন, ২৪ মার্চের পরিস্থিতি অনুযায়ী তৃণমূল ৩০-৩৫টি (প্রাপ্ত ভোট ৫৮-৬২%), বিজেপি ৫ থেকে ১১টি (প্রাপ্ত ভোট ৩০-৩২%) আসনে জিতবে এবং খাতা খুলতে পারবে না বাম, কংগ্রেস। এমন পোস্টের পরে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, “কুণাল ঘোষ জ্যোতিষ চর্চা করতেন, টিয়াপাখির খাঁচা নিয়ে মধ্য কলকাতায় বসতেন আমার বলে জানা নেই! এমন বিবৃতি দিয়ে হতোদ্যম তৃণমূল কর্মীদের উজ্জীবিত করে বুথে পাঠাতে, প্রচার করাতে আপ্রাণ চেষ্টা করছেন।” তাদের শূন্য পাওয়ার ভবিষ্যদ্বাণী নিয়ে সরব হয়েছে সিপিএম ও কংগ্রেস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “ওঁর কোনও ভবিষ্যদ্বাণী মেলেনি। বলেছিলেন, সারদার টাকা মজুত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। জানতেন বলে বোধহয় বলেছিলেন। এখন উল্টো বলেন!” প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্য, “কুণাল ঘোষ জ্যোতিষী হলেন কী করে জানতাম না! তৃণমূল ৩০ না কি ৩ পাবে, বাংলার মানুষ সেটা ঠিক করে রেখেছেন।”