— প্রতীকী চিত্র।
লোকসভা ভোটের মধ্যে কলকাতা থেকে হিসাব বহির্ভূত নগদ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এবং যাদবপুরে (যার একাংশ কলকাতার মধ্যে পড়ে) ভোট। তার আগে গন্ডগোল করতে পারে এমন দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরপাকড়ও শুরু করেছে কলকাতা পুলিশ। শেষ ১০ দিনে গ্রেফতার ২৭ জন।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কলকাতায় দু’কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর মধ্যে নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) চালু হওয়ার পর উদ্ধার হয়েছে ৪৫ লক্ষ টাকা। কলকাতায় সিংহভাগ টাকাই উদ্ধার হয়েছে জোড়াসাঁকো এলাকা থেকে। পুলিশের পর্যবেক্ষণ, আগে হাওয়ালার মাধ্যমে হত হিসাব বহির্ভূত টাকার লেনদেন। এখন গয়নার দোকান বা অন্য ব্যবসাকে সামনে রেখে বেআইনি ভাবে টাকা লেনদেন হয়েছে। এ ভাবেই হাওয়ালার নতুন পন্থা শুরু হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতায় উদ্ধার হয়েছে ৩২টি অস্ত্র, ১৭টি গোলাগুলি এবং ভাঙড় থেকে ৮৬টি বোমা উদ্ধার হয়েছে। ১০ হাজার ১৭২টি জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কলকাতা পুলিশ।