আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের প্রচার। সোমবার। —নিজস্ব চিত্র।
ভোট-প্রচারে বেরিয়েছিলেন কোচবিহার লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। তাঁকে সামনে পেয়ে এক বাসিন্দা বললেন, ‘‘জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। কী ভোট দেব বলুন!’’ খানিকটা হতবাক হয়েছিলেন জগদীশ। পরে নিজেকে সামলে বললেন, ‘‘দ্রব্যমূল্য বৃদ্ধি তো কেন্দ্রের সরকার করে। তার বিরুদ্ধেই ভোট দিতে হবে।’’
সোমবার কোচবিহারের ডাওয়াগুড়িতে এমনই ঘটনা ঘটে। এর আগেও একাধিক জায়গায় জনসংযোগে সাধারণ ভোটারদের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় জগদীশকে। বিজেপির অবশ্য দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির দায়িত্ব কেন্দ্রীয় ও রাজ্যের দুই সরকারেরই। কেন্দ্রীয় সরকার সাধ্যমতো করেছে, বাকি দায়িত্ব রাজ্যকে নিতে হবে। বিজেপির কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের উপরে দোষ চাপিয়ে পার পেতে চাইছে তৃণমূল। আসলে এই দায় পুরোপুরি রাজ্য সরকারের। রাজ্য কেন কোনও কর কমাচ্ছে না?’’
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ডাউয়াগুড়িতে পৌঁছন জগদীশ। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, মহিলা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি সুচিস্মিতা দেবশর্মা। সেখানে একটি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে বেরিয়ে পড়েন। বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার করে ভোট-প্রার্থনা করেন। সেখানেই এক জন প্রবীণ বাসিন্দা তৃণমূল প্রার্থীকে বলেন, ‘‘যে ভাবে জিনিসের দাম বাড়ছেস তাতে চলা কঠিন হয়ে পড়েছে। সে দিকে সবার নজর দিতে হবে।’’
তৃণমূল প্ৰার্থী বলেন, ‘‘দ্রব্যমূল্য বৃদ্ধির দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের।’’ তৃণমূলের মহিলা নেত্রী সুচিস্মিতা ওই বাসিন্দাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তিনি বলেন, ‘‘পেট্রো-পণ্য থেকে রান্নার গ্যাস সব কিছুর দাম বেশি। চাল-ডাল, তেল-নুনের দামও বেড়েছে। স্বাভাবিক ভাবেই মানুষ ক্ষুব্ধ। কেন্দ্রীয় সরকারের মনোভাবের জন্যেই জিনিসপত্রের দাম বেড়েছে।’’ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মানুষের ‘ক্ষোভ’ নতুন কিছু নয়। এই অবস্থার মধ্যে পেট্রো-পণ্য ও গ্যাসের দাম কিছুটা কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। গ্যাসের দাম সিলিন্ডার প্ৰতি একশো টাকা কমানো হয়। তা নিয়ে প্রচারও শুরু করেছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এ বার ভোটের প্রচারে নেতা-মন্ত্রীদের সামনে পেয়ে নিজেদের সেই ক্ষোভের কথা তুলে ধরছেন সাধারণ মানুষ। বিজেপির কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীথ প্রামাণিক কিছু বলতে চাননি।