Lok Sabha Election 2024

সভার মাঠ ভরল না কেন, শুরু অন্তর্তদন্ত

পুলিশের হিসাবে, সোমবারের সভায় ভিড় হয়েছিল হাজার পনেরোর। তৃণমূলের তরফে দাবি করা হয়, ভিড় ছিল পঞ্চাশ হাজারের।

Advertisement

শান্তশ্রী মজুমদার

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ০৯:০৬
Share:

—প্রতীকী চিত্র।

দলের সমস্ত শাখার নেতারা দাবি করছেন তারা 'দুধ ঢেলেছেন'। অর্থাৎ, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তাদের সংগঠন থেকেই লোক বেশি গিয়েছে। তা হলে ‘জল’ ঢালল কে! এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন মরিয়া দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘‘আমরা সবার কাছে হিসেব জানতে চেয়েছি। পদ আঁকড়ে বসে যদি নেতার ভোট-প্রচারে সকলে না নামেন, তা হলে সে পদের মানে কী!’’

Advertisement

পুলিশের হিসাবে, সোমবারের সভায় ভিড় হয়েছিল হাজার পনেরোর। তৃণমূলের তরফে দাবি করা হয়, ভিড় ছিল পঞ্চাশ হাজারের। যদিও বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের ‘এক্স হ্যান্ডল’ থেকে সে সভার ছবি সমাজ মাধ্যমে দিয়ে ভিড় নিয়ে কটাক্ষ করেছিলেন। তৃণমূল সূত্রের খবর, অভিষেকের সভায় মাঠ না-ভরা নিয়ে এ বার রীতিমতো অস্বস্তিতে পড়েছে। এলাকা ধরে হিসাব চাইতে শুরু করেছেন নেতারা। তাঁদের হিসাব, মূল দল ছাড়াও, জেলা স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত ছাত্র-যুব-মহিলা, মজুর-কৃষকদের যে কমিটিগুলি আছে, সে সব কমিটির সদস্যেরা গেলেই অভিষেকের সভার মাঠ উপচে পড়ত। কেবল তা-ই নয়, ঝুঁকি না নিয়ে গঙ্গারামপুর এবং তপনের একটি অংশে এ দিন থেকেই নির্বাচনের আগে পঞ্চায়েত স্তরে ফের কমিটি গড়া শুরু হয়েছে বলে খবর।

দলীয় সূত্রের খবর, জেলায় ৬৪টি গ্রাম পঞ্চায়েতে মূল দল, মহিলা-যুব মিলিয়ে কম বেশি ৮০ জন করে কমিটি সদস্য রয়েছেন। তা ছাড়া, তিন পুরসভায় প্রতিটি ওয়ার্ডে অন্তত সব মিলিয়ে কম-বেশি ১০০ জন করে কমিটি সদস্য। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত অন্তত পাঁচ হাজার কমিটি সদস্য রয়েছেন। দলের কিসান-খেতমজুর সংগঠনে অন্তত ৮০০ জন সদস্য রয়েছেন। সাধারণ মানুষকে নেতার সভায় না নিয়ে গেলেও এই কমিটি সদস্যই সব মিলিয়ে কেবল দক্ষিণ দিনাজপুর জেলা থেকেই ১৬ হাজার দাঁড়ায়। তার পরেও ছিল উত্তর দিনাজপুরের সব কটি ব্লক। সেখান থেকে কিছু কর্মী-সমর্থক কম আসবেন ধরে নিলেও কি মাঠের ওই অবস্থা দাঁড়ায়?

Advertisement

তৃণমূল সূত্রের দাবি, গঙ্গারামপুর ব্লক এবং তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার বেশ কিছু অংশ থেকে উপস্থিতির হার কম আঁচ করে এ দিন থেকেই ওই দুটি এলাকায় সংগঠন বদলে ফেলার কাজ শুরু করেছেন নেতারা। গড়া হচ্ছে নতুন কমিটি। যদিও সেটিকে নির্বাচন কমিটি বলে দাবি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement