Lok Sabha Election 2024

ইউসুফের হয়ে ব্যাট হাতে ভোট ময়দানে হুমায়ুনও

বৃহস্পতিবার বহরমপুরে দলের জেলা কার্যালয়ে ইউসুফ পাঠানের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানেও যাবেন বলে হুমায়ুন জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ০৮:২৭
Share:

(বাঁ দিকে) ইউসুফ পাঠান। হুমায়ুন কবীর (ডান দিকে)। —ফাইল চিত্র।

দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে মাঠে নামছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার কলকাতায় ক্যামাক স্ট্রিটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। তাঁরা দু’জনেই এই বৈঠকের কথা স্বীকার করেছেন।

Advertisement

এ দিন হুমায়ুন বলেন, ‘‘ভরতপুর বিধানসভা এলাকায় দলের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোটের প্রচারে নামব।’’

বৃহস্পতিবার বহরমপুরে দলের জেলা কার্যালয়ে ইউসুফ পাঠানের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠানেও যাবেন বলে হুমায়ুন জানিয়েছেন। তবে নিয়ামত শেখ এখনই ভোটের প্রচারে নামার বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি।

Advertisement

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘মানুষের মান অভিমান হতে পারে। ওরা তো দলেই ছিলেন, দলেই রয়েছেন, দলের কাজও করছেন। দলের বিরুদ্ধে তো যাননি।’’


বুধবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‘মঙ্গলবারের বৈঠক খুবই ভাল হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছি। তিনি নির্দেশ দিয়েছেন দলের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোটের ময়দানে নামতে হবে। আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। ভরতপুর বিধানসভা কেন্দ্রে ৪৩ হাজার ৩৮৩ ভোটে আমি জয়ী হয়েছিলাম। এ বারের লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠান তার থেকেও বেশি ভোট যাতে লিড পান তার সব রকমের চেষ্টা আমি করব।’’

সেই সঙ্গেই বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘‘দলের আরও অনেক নেতৃত্ব রয়েছেন, দলের জেলা সভাপতি, দলের জেলা চেয়ারম্যান, বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিগণ, বিধায়কেরা পুরসভার চেয়ারম্যানরা রয়েছেন। দল যেহেতু তাঁদের সম্মান দিয়েছে, পদ দিয়েছে তাঁরা নিশ্চয়ই দলের দায়িত্ব পালন করবেন। কে কেমন লিড দেবেন তা ৪ জন আমরা দেখতে পাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement