Forward Bloc

এডিএমকে-র সঙ্গে রফার পথে ফরওয়ার্ড ব্লক

তামিলনাড়ুর মাদুরাইয়ে লড়তে ফ ব আগ্রহী ছিল। তবে শাসক ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে সিপিএম সেখানে লড়ছে। সিপিএমের সঙ্গে মুখোমুখি লড়াই এড়াতেই তাঁরা অন্য আসনে যাচ্ছেন বলে ফ ব নেতৃত্বের ব্যাখ্যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ০৮:১০
Share:

—প্রতীকী ছবি।

বাংলায় তারা বামফ্রন্টে আছে। কিন্তু কেরলে সিপিএমের সঙ্গে তাদের বিবাদ অনেক দিনের। সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফে নেই ফরওয়ার্ড ব্লক। এ বার আর এক দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে এডাপ্পাডি পালানিস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে-র সঙ্গে জোটের পথে যাচ্ছে তারা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা পালানিস্বামীর নেতৃত্বে এডিএমকে-র এই অংশ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে গিয়েছে কয়েক মাস আগে। ফ ব-র সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং বাংলার রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় শুক্রবার দক্ষিণের ওই রাজ্যে আলোচনা সেরেছেন এডিএমকে-র ওই অংশের নেতৃত্বের সঙ্গে। দেবরাজনের বক্তব্য, ‘‘আলোচনা ইতিবাচক। আমরা থেনি লোকসভা আসনে লড়তে চেয়েছি। ওই লোকসভার মধ্যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে আমাদের দলের আগে বিধায়ক ছিল, ফলে দলের প্রতীক এই এলাকায় পরিচিত।’’ এডিএমকে নেতৃত্বের সঙ্গে রফা চূড়ান্ত হলে প্রার্থীর নাম জানাবে ফ ব। তামিলনাড়ুর মাদুরাইয়ে লড়তে ফ ব আগ্রহী ছিল। তবে শাসক ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে সিপিএম সেখানে লড়ছে। সিপিএমের সঙ্গে মুখোমুখি লড়াই এড়াতেই তাঁরা অন্য আসনে যাচ্ছেন বলে ফ ব নেতৃত্বের ব্যাখ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement