Betul Lok Sabha Constituency

বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রে ভোটের দিন বদল করল কমিশন

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ওই আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নতুন নির্ঘণ্ট অনুযায়ী তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে ভোটগ্রহণ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৭:০৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটের প্রচার চালানোর সময়ই মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী অশোক বলভী। মঙ্গলবার ওই আসনে ভোটের দিন পিছনোর কথা ঘোষণা করল নির্বাচন কমিশন।

Advertisement

মঙ্গলবার বিএসপি প্রার্থীর মৃত্যুর খবর পাওয়ার পরেই বেতুলের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক নরেন্দ্র কুমার সূর্যবংশী ওই আসনে ভোট স্থগিত রাখার কথা জানিয়েছিলেন। বুধবার তিনি ভোটের নতুন দিন ঘোষণা করেন। সেই সঙ্গে জানান, আগের ঘোষণা মতোই আগামী ৪ জুন ভোট গণনার দিন অপরিবর্তিত থাকবে ওই আসনে।

আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের ওই আসনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। জেলা নির্বাচনী আধিকারিক সূর্যবংশী বুধবার জানিয়েছেন, নতুন নির্ঘণ্ট অনুযায়ী তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে ভোটগ্রহণ হবে বেতুল লোকসভা কেন্দ্রে। প্রসঙ্গত, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫২ নম্বর ধারা অনুযায়ী অনুযায়ী জাতীয় বা রাজ্যস্তরে স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হলে ভোট স্থগিত করা বাধ্যতামূলক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement