Atishi Marlena

‘বিজেপি বলছে, হয় দলে এসো, নয়তো জেলে যাও’! মন্তব্যের জন্য অতিশীকে শো-কজ় নির্বাচন কমিশনের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতারের পর এ বার তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে গত মঙ্গলবার আশঙ্কাপ্রকাশ করেছিলেন অতিশী। তিনি বলেন, ‘‘কেজরীওয়ালের পর বিজেপি এখন আপের পরবর্তী নেতাদের নিশানা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ১২:০২
Share:

অতিশী মারলেনা। — ফাইল চিত্র।

মঙ্গলবার জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা। তাঁর মন্তব্য ছিল, ‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি।’’ এ বার সেই মন্তব্যের জন্যই তাঁকে শো-কজ় করল নির্বাচন কমিশন।

Advertisement

শুক্রবার অতিশীকে নোটিস পাঠিয়ে তাঁর মন্তব্যের কারণ জানতে চাইল কমিশন। সূত্রের খবর, আগামী সোমবার দুপুর ১২টার মধ্যে সেই শো-কজ়ের জবাব দিতে বলা হয়েছে আপ নেত্রীকে। এই নোটিস পাওয়ার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অতিশী। তাঁর কথায়, কি বিজেপির ‘সহায়ক সংস্থা’? সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ইমেলে এই নোটিস পাওয়ার ঘণ্টা খানেক আগে বিজেপি তা সংবাদমাধ্যমে ফাঁস করে দেয়।’’ তিনি আরও প্রশ্ন তোলেন, কেজরীওয়ালের গ্রেফতারি, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার জন্য কমিশন কেন সংশ্লিষ্ট সংস্থাকে নোটিস দিচ্ছে না।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়ালকে গ্রেফতারের পর এ বার তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে গত মঙ্গলবার আশঙ্কাপ্রকাশ করেছিলেন অতিশী। তিনি বলেন, ‘‘কেজরীওয়ালের পর বিজেপি এখন আপের পরবর্তী নেতাদের নিশানা করছে।’’ এখানেই থেমে থাকেননি আপ নেত্রী। তিনি অভিযোগ করেন, ‘‘ব্যক্তিগত পরিসর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে, আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই, তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি। আর যদি বিজেপিতে না যাই, তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমাকে এক জন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন।’’

Advertisement

দিল্লির মন্ত্রীর কথায়, ‘‘সত্যেন্দ্র জৈন, মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহের পর কেজরীওয়ালকে গ্রেফতার করেছে। কিন্তু এখন তারা (বিজেপি) আপের আরও চার নেতাকে গ্রেফতার করতে চায়। আমার পাশাপাশি রাঘব চড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজকেও গ্রেফতার করা হবে।’’

যদিও অতিশীর এই দাবি মানতে নারাজ বিজেপি। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা অতিশীকে ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেছিলেন, আবগারি দুর্নীতিতে গোটা আপই জড়িত। শুক্রবার অতিশীকে সেই মন্তব্যের জন্যই শো-কজ় করল কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement