Central Forces

রাজ্যের চারটি জেলায় আপাতত কেন্দ্রীয় বাহিনী নয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশেই ভরসা কমিশনের

কমিশন সূত্রে খবর, আপাতত প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া— এই চার জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৯:০২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের চার জেলায় আপাতত কোনও কেন্দ্রীয় বাহিনী রাখছে না নির্বাচন কমিশন। ওই জেলাগুলিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের উপরই ভরসা রাখছে তারা।

Advertisement

কমিশন সূত্রে খবর, আপাতত প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া— এই চার জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না। ওখানে যে বাহিনী ছিল, তাদের অন্যত্র সরানো হয়েছে। পর্যাপ্ত বাহিনীর অভাবেই ওই জেলাগুলি আপাতত ‘বাহিনী-শূন্য’ রাখা হচ্ছে। যদিও কমিশনের যুক্তি, ওই জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী আগেই রুটমার্চ করেছে। ভোটারদের আস্থা বাড়ানোর কাজ সম্পূর্ণ করেছে বাহিনী। তাই তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভোট ২৫ মে।

এই মুহূর্তে রাজ্যে মোট ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রথম দফার ভোটের জন্য মোতায়েন করা হয়েছে ২৬৩ কোম্পানি বাহিনী। ১৯ এপ্রিল, প্রথম দফার ভোট শেষ হলে ওই বাহিনী সরিয়ে দ্বিতীয় দফার আসনগুলিতে নিয়ে যাচ্ছে কমিশন। তারা জানিয়েছে, প্রথম দফার তিন লোকসভা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিঙে ৬ কোম্পানি বাহিনী রেখে দ্বিতীয় দফার জন্য ২৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাকি ২১ কোম্পানি রাজ্যের বিভিন্ন জেলায় রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ-সহ রুটমার্চের কাজ করবে তারা। কমিশনের হিসাব থেকে বাদ পড়েছে শুধু ওই চার জেলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement