দিলীপ ঘোষ এবং কীর্তি আজ়াদের আলিঙ্গন। —নিজস্ব চিত্র
দুই প্রতিপক্ষের আলিঙ্গন। ভোটের দিন সৌজন্যের ছবি দেখল পূর্ব বর্ধমানের মেমারি। সোমবার বেলায় মেমারির কুসুমগ্রামে হঠাৎই দেখা হয়ে যায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদের। দু’জনেই বেরিয়েছিলেন ভোট পরিদর্শনে। একে অপরের সঙ্গে দেখা হতেই গাড়ি থেকে নেমে পড়েন দু’জনে। হাসিমুখে করমর্দনের পর করেন আলিঙ্গনও। তবে সৌজন্যের রেশ খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কারণ তার পরেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগেন দুই প্রার্থী।
দিলীপ কীর্তির উদ্দেশে বলেন, “হতে পারে উনি বড় ক্রিকেটার। কিন্তু আমার সঙ্গে উনি কখনও খেলেননি। খেলা এ বার শেষ হবে।” পাল্টা দিলীপকে তোপ দেগে কীর্তি বলেন, “বাংলা সংস্কৃতির পীঠস্থান। সেখানে দাঁড়িয়ে এক প্রার্থী ধারাবাহিক ভাবে কটু মন্তব্য করে যাচ্ছিন।”
দিলীপ এবং কীর্তি গোটা প্রচারপর্বেই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন। বিজেপি প্রার্থী দিলীপ বার বার প্রচারে গিয়ে দাবি করেছেন, তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে। কীর্তি বাংলা জানেন না বলে তৃণমূলের কর্মী-সমর্থকেরা দলীয় প্রার্থীর সঙ্গে নেই বলেও খোঁচা দেন তিনি। পাল্টা তোপ দাগতে ছাড়েননি তৃণমূল প্রার্থী কীর্তিও। তিনি বলেছিলেন, “দিলীপ ঘোষ পাগল হয়ে গিয়েছেন। ওঁকে মানসিক চিকিৎসার প্রয়োজন।” দরকার হলে তৃণমূল কর্মীরা দিলীপকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন বলেও খোঁচা দেন কীর্তি।
গত লোকসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। এ বার পাশের আসানসোল কেন্দ্রের পদ্মপ্রার্থী অহলুওয়ালিয়া। আর মেদিনীপুর কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ দিলীপ এ বার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তিকে।