Arms recovered in Kolkata

ভোটের আগে কলকাতায় উদ্ধার আগ্নেয়াস্ত্র! ছ’টি বন্দুক এবং ১০০ কার্তুজ-সহ গ্রেফতার হাওড়ার বাসিন্দা

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আব্দুল মাজিদ ওরফে মাজিদকে বৌবাজার থানা এলাকার বিএন সরণির সেন্ট্রাল মেডিক্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে আটক করে এসটিএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ১৩:০৪
Share:

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। —নিজস্ব চিত্র।

আগামী ১ জুন কলকাতায় লোকসভা নির্বাচন। তার আগে আগেই অস্ত্র উদ্ধার হল কলকাতায়। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ এক ব্যক্তিকে উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। তিনি লিলুয়া রেল কলোনি এলাকার বাসিন্দা। আব্দুলের কাছ থেকে ছ’টি দেশি বন্দুক এবং ১০০টি ৮ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আব্দুল মজিদ ওরফে মজিদকে বৌবাজার থানা এলাকার বিএন সরণির সেন্ট্রাল মেডিক্যাল ডিপার্টমেন্টের কাছ থেকে আটক করে এসটিএফ। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজগুলি উদ্ধার করা হয়। এর পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানান, তিনি হাওড়ার লিলুয়া রেল কলোনির কোয়ার্টারের বাসিন্দা।

অভিযুক্ত মজিদকে শুক্রবার আদালতে হাজির করানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement