কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। —ফাইল চিত্র।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বিরুদ্ধে ‘রাম অবমাননা’র অভিযোগ তুলল বিজেপি। ছত্তীসগঢ়ে লোকসভা ভোটে প্রচারে গিয়ে তিনি হিন্দুদের আর এক দেবতা শিবের প্রসঙ্গ তুলে ওই বিতর্কিত মন্তব্য করেছেন বলে পদ্মশিবিরের দাবি।
ছত্তীসগঢ়ের ঝঞ্জগির চম্পায় কংগ্রেসের প্রার্থী শিবকুমার দাহিয়ার প্রচারে গিয়ে খড়্গে বলেন, ‘‘ইনিই রামের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। কারণ এঁর নাম শিব।’’ অভিযোগ, এর পরে তিনি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রামমন্দির উদ্বোধনের প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করে বলেন, ‘‘ধর্মীয় আলোচনায় মানুষকে প্রলুব্ধ করবেন না।’’
বিজেপির অভিযোগ, হিন্দুধর্মের দেবতাদের নাম নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এমন মন্তব্য করে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা বুধবার তাঁর এক্স হ্যান্ডলে খড়্গেকে নিশানা করে লিখেছেন, ‘‘এই হিন্দুবিরোধী ব্যক্তি আমাদের দেবতাদের প্রসঙ্গ তুলে সমাজকে বিভক্ত করার চেষ্টা করছেন।’’