বাঁ দিক থেকে, নরেন্দ্র মোদী এবং মল্লিকার্জুন খড়্গে। — ফাইল চিত্র।
আগামী লোকসভা নির্বাচনে জিতে যদি নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হন, ভারতে তবে ভোটই বন্ধ হয়ে যাবে! সোমবার এই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। ওড়িশায় দলের এক কর্মসূচিতে তিনি বলেন, ‘‘মোদী আবার প্রধানমন্ত্রী হলে আগামী লোকসভা ভোটই হবে ভারতের শেষ নির্বাচন।’’
কংগ্রেস সভাপতি ওই কর্মসূচিতে বলেন, ‘‘মোদী ক্ষমতায় ফিরলে দেশে পুরোপুরি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র, নির্বাচন কোনও কিছুরই আর অস্তিত্ব থাকবে না।’’ লোকসভা ভোটের আগে মোদী সরকার ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে বলেন, ‘‘সঙ্ঘ পরিবারের মতাদর্শ আদতে বিষ।’’
লোকসভা ভোটের আগে ক্রমশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খড়্গে। রবিবার উত্তরাখণ্ডের দেহরাদূনে শ্রমিকদের একটি সভায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী প্রায়শই মিথ্যা বলেন এবং কংগ্রেসকে আক্রমণ করাই তাঁর কাজ হয়ে দাঁড়িয়েছে। খড়্গে বলেন, ‘‘মোদী স্বপ্নে আগে পণ্ডিত নেহরু, ইন্দিরা গান্ধী আর রাজীব গান্ধীকে দেখতেন। এখন রাহুল গান্ধীকেও দেখছেন। রাহুলকে উনি বড্ড ভয় পান।’’ সেই কারণেই অসমে রাহুলের ন্যায়যাত্রায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।