—নিজস্ব চিত্র।
বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ করেছে তারা। শাসকদল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।
কংগ্রেস কমিশনের কাছে অভিযোগ করেছে, শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা কংগ্রেসের জন্য ‘বরাদ্দ’ দেওয়াল দখল করে নিয়েছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অসীমকুমার রায় বলেন, ‘‘নওদা ব্লকের কামাতপুরে অধীর চৌধুরীর দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের পাশাপাশি আমরা বহরমপুরের রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার, ওসি নওদা ও নওদার বিডিওকে পদক্ষেপ করতে অনুরোধ করব।’’
পাল্টা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের প্রবীণ অশোক দাস বলেন, ‘‘অধীর চৌধুরী বহরমপুরের মানুষের মন থেকে মুছে গিয়েছেন। শুধু নিজের আসন জেতার জন্য সিপিএমের পায়ে পড়ে গিয়েছেন তিনি। এই কারণেই বহরমপুরের মানুষ তাঁকে আর চায় না। তাঁর মতো এক জন স্বার্থপর রাজনীতিকের প্রচারের দেওয়াল মুছে দেওয়ার মতো কাজ তৃণমূল করে না। এ সব অভিযোগ করে আসলে প্রচারের আলোয় ভেসে থাকতে চাইছেন কংগ্রেস ও অধীর।’’