Yusuf Pathan

প্রচারে বেরিয়ে দু’কেজির ছানাবড়া উপহার পেলেন পাঠান, তাই দিয়েই ইফতার সারলেন তৃণমূল প্রার্থী

বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে ছাতিনা কান্দির ড্যাডাং মন্দিরে পুজো দিয়ে বেশ কিছু ওয়ার্ডে ভোটের প্রচার করেন তৃণমূল পাঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ২০:৪৯
Share:

ইউসুফ পাঠান। —ফাইল চিত্র।

মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকায় প্রচারের মাঝে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান পেলেন দু’কেজি ওজনের পেল্লায় ছানাবড়া উপহার। সোমবার স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ী। রবিবার ইফতারের সময় সেই ছানাবড়া চেখে দেখে জেলার বিখ্যাত মিষ্টির প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা এলাকার ছাতিনা কান্দির ড্যাডাং মন্দিরে পুজো দিয়ে বেশ কিছু ওয়ার্ডে ভোটের প্রচার করেন তৃণমূল পাঠান।

প্রচারে বেরিয়ে ছানার বড়া উপহার পেলেন ইউসুফ পাঠান। —নিজস্ব চিত্র।

প্রচার চলাকালীন কান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছতেই ইউসুফের হাতে ছানাবড়া তুলে দেন এক মিষ্টি ব্যবসায়ী। ইফতারের সময় তা খেয়ে দেখবেন বলে ওই ব্যবসায়ীকে কথা দেন তৃণমূল প্রার্থী। ছানাবড়া খেয়ে পাঠান বলেন, ‘‘বাংলা মিষ্টির জন্য বিখ্যাত। শুনেছি, মুর্শিদাবাদের ছানাবড়ার পৃথিবীজোড়া খ্যাতি। আমার অপূর্ব লেগেছে।’’

Advertisement

গত ২ ফেব্রুয়ারি কান্দির গোকর্ণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতেও ছানাবড়া তুলে দিয়েছিলেন এক বিক্রেতা। তৃণমূল প্রার্থীর হাতে দু’কেজি ওজনের ছানাবড়া দিয়ে মিষ্টি ব্যবসায়ী বলেন, ‘‘এ বছর লোকসভা নির্বাচনে বহরমপুরে লড়াই করছেন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। নিজের হাতে ছানাবড়া তৈরি করে তাঁর হাতে তুলে দিতে পেরে আমি খুবই খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement