Lok Sabha Election 2024

জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, বিকেলে বাহিনীর কর্তার সঙ্গে বৈঠক কমিশনের ফুল বেঞ্চের

অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘণ্ট প্রকাশের আগেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর লক্ষ্যেই ওই পদক্ষেপ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ১৪:৩৩
Share:

রবিবার উত্তর থেকে দক্ষিণের নানা জেলায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। —নিজস্ব চিত্র।

রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার দিনেই একাধিক জায়গায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। রবিবার উত্তর থেকে দক্ষিণের নানা জেলায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। রুট মার্চে বাহিনীর সঙ্গে রয়েছে পুলিশও। ভোটারদের মনে আস্থা বাড়াতেই কেন্দ্রীয় বাহিনীর ওই রুট মার্চ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম ধাপে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল। ওই বাহিনীর অধিকাংশই রাজ্যে পৌঁছে গিয়েছে। তারা রুট মার্চ শুরু করেছে। অন্য দিকে, রবিবার কলকাতায় আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

Advertisement

অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে নির্ঘণ্ট প্রকাশের আগেই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর লক্ষ্যেই ওই পদক্ষেপ। এখন কলকাতায় পৌঁছে গিয়েছে সাত কোম্পানি বাহিনী। রবিবার ওই বাহিনীর একাংশ শহরের একাধিক এলাকায় টহল দেয়। সার্ভে পার্ক এলাকায় রুট মার্চ করে বাহিনী। তাদের রুটমার্চ করতে দেখা যায় পূর্ব যাদবপুরেও। জঙ্গলমহলের নানা জায়গায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সবং, পিংলাতে রাস্তায় নামতে দেখা যায় তাঁদের। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কয়েকটি গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা রুট মার্চ শুরু করেছে হাবড়া-সহ উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায়। ওই জেলার সন্দেশখালি এলাকাতেও পৌঁছে গিয়েছে বাহিনী। বীরভূমের সিউড়ি ও খয়রাশোলে রুট মার্চ করে বাহিনী।

উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে টহল দেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। কমিশন জানাচ্ছে, শনিবার থেকে রাজ্যের জেলায় জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। বাহিনীকে পর্যায়ক্রমে বুথে বুথে টহল দিতে বলা হয়েছে। অতিস্পর্শকাতর এলাকায় একাধিক বার রুট মার্চ করবে বাহিনী।

Advertisement

রবিবার শহরে আসছে কমিশনের ফুল বেঞ্চ। বিকেলের মধ্যে ফুল বেঞ্চের ১৩ জন সদস্যের শহরে এসে পৌঁছনোর কথা। সকালে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শহরে এসে গিয়েছেন। বিকেলে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ় আফতাবের। আরিজ়ের পাশাপাশি ওই বৈঠকে সিইও অফিসের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। রবিবারই রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনরের ফুল বেঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement