Lok Sabha Election 2024

মণিপুরে দলীয় দফতরে ভাঙচুর বিজেপি সমর্থকদের

এ দিকে পার্বত্য অংশের কুকি অধ্যুষিত এলাকাগুলিতে পৃথক প্রশাসনের দাবিতে অনড় কুকি যৌথ মঞ্চগুলি নির্বাচন নিয়ে এখনও কোনও সর্বসম্মত সিদ্ধান্তে আসতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ০৬:৪৯
Share:

—প্রতীকী ছবি।

মণিপুর আউটার কেন্দ্রে ভোটে প্রার্থী না দিয়ে শরিক দল এনপিএফকে সমর্থন জানানোয় ক্ষিপ্ত পাহাড়ের বিজেপি সমর্থকেরা। সেনাপতি শহরের ওল্ড রোডে থাকা বিজেপি দফতর ভাঙচুর করেন বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপির দাবি, এনপিএফকে সমর্থন না করে ভূমিপুত্র যোগ্য কাউকে টিকিট দিতে পারত বিজেপি।

Advertisement

এ দিকে পার্বত্য অংশের কুকি অধ্যুষিত এলাকাগুলিতে পৃথক প্রশাসনের দাবিতে অনড় কুকি যৌথ মঞ্চগুলি নির্বাচন নিয়ে এখনও কোনও সর্বসম্মত সিদ্ধান্তে আসতে পারেনি। ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আউটার মণিপুরে। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ও এনপিএফ নাগা প্রার্থী দিলেও কুকিরা কোনও প্রার্থী এখনও দেয়নি। কুকি সামাজিক সংগঠন ও বিধায়কেরা এ নিয়ে চূড়াচাঁদপুরে বৈঠক করলেও সমাধানসূত্র বেরোয়নি। কুকি যৌথ সংগঠন আইটিএলএফের আহ্বায়ক গিনঝা ভুয়ালঝং বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে যেখানে প্রচুর কুকি মারা গিয়েছেন, হাজার হাজার কুকি ঘরছাড়া, সেখানে ভোট নিয়ে মানুষের আগ্রহ নেই। সরকার আমাদের দাবি পূরণে পদক্ষেপ করেনি, তাই বেশিরভাগ মানুষই ভোটে অংশ না নেওয়ার পক্ষে।’’ এ দিকে শিবিরবাসী কুকিদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা হলেও মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, মিজ়োরামে আশ্রয় নেওয়া কুকিদের বিষয়ে রাজ্য সরকার কিছু জানায়নি। ফলে তাঁরা রাজ্যে না ফিরলে ভোট দিতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement