রঞ্জনবেন ধনঞ্জয় ভট্ট। ছবি: এক্স।
প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছিল দল। কিন্তু লোকসভা ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন বরোদার বিজেপি প্রার্থী রঞ্জনবেন ধনঞ্জয় ভট্ট। শনিবার তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে জানান, ‘ব্যক্তিগত কারণে’ এ বার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না তিনি।
রঞ্জন বরোদার দু’বারের সাংসদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে বারাণসী আসনটি রেখে বরোদা আসনটি ছেড়ে দেন তিনি। উপনির্বাচনে এই আসন থেকেই জয়ী হন রঞ্জন। ২০১৯ সালে বরোদা কেন্দ্র থেকেই পুনর্নির্বাচিত হন তিনি।
সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, রঞ্জনকে প্রার্থী না করার দাবি জানিয়ে বরোদা লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পোস্টার দিয়েছিলেন বিজেপির সদস্য-সমর্থকেরা। তার পরেও অবশ্য এই কেন্দ্রে প্রার্থিবদল না করেই রঞ্জনকেই ফের প্রার্থী করে পদ্মশিবির।
আসানসোল আসনে ভোজপুরি অভিনেতা পবন সিংহকে প্রার্থী করেছিল বিজেপি। তবে নামঘোষণার পরে প্রার্থী হওয়ার বিষয়ে নিজের 'অপারগতা'র কথা জানিয়ে দেন তিনি। 'আপত্তিকর ভিডিয়ো' সংক্রান্ত বিতর্কের জেরে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান উত্তরপ্রদেশের বরাবাঁকী কেন্দ্রের বিজেপি প্রার্থী উপেন্দ্র সিংহ রাওয়ত। বিজেপির প্রার্থিতালিকা প্রকাশের আগেই লোকসভার লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা জানান দুই বিদায়ী বিজেপি সাংসদ— পূর্ব দিল্লির গৌতম গম্ভীর এবং ঝাড়খণ্ডের হাজারিবাগের জয়ন্ত সিন্হা।