সন্দেশখালির সভায় শুভেন্দু অধিকারী ও রেখা পাত্র। — নিজস্ব চিত্র।
দিন কয়েক আগে এক বিজেপি নেতার আলা ঘরে আগুন লেগেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। রবিবার ভোরে সন্দেশখালিরই হাটগাছা গ্রামে এক বিজেপি কর্মীর বন্ধ চায়ের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশেই ওই দোকানির দুই ভাইয়ের দু’টি দোকানে। তিনটি দোকানই পুড়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। প্রথম দোকানটি বিজেপি কর্মী ইন্দ্রজিৎ মণ্ডলের। তাঁর ভাই, অন্য দু’টি দোকানের মালিকেরা তাঁদের দলের কর্মী বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীর বন্ধ দোকান পোড়ানোর অছিলায় তৃণমূল কর্মীদের দোকান পোড়ানো হয়েছে। আগুন কী ভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন বছর ধরে বন্ধ ছিল ইন্দ্রজিতের চায়ের দোকান। ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল। পাশের দু’টি দোকানও বন্ধ। ইন্দ্রজিৎ বলেন, ‘‘আগুন কী ভাবে লাগল জানি না। আমাদের তিন ভাইয়ের দোকানই পুড়ে গিয়েছে। তবে ওদের দোকানে কোনও সরঞ্জাম ছিল না।’’
স্থানীয় বিজেপি নেতা সুকুমার মণ্ডল বলেন, ‘‘এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল।’’ বিজেপির অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, ‘‘তৃণমূলের কেউ আগুন লাগায়নি। বন্ধ দোকানে আগুন ধরিয়ে বিজেপি আমাদের কালিমালিপ্ত করতে চাইছে।’’
ঘটনাচক্রে এ দিনই সন্দেশখালিতে বসিরহাটের দলের প্রার্থী রেখা পাত্রের সমর্থনে র্যালি ও সভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িটি নিলামে কেনার ইচ্ছে প্রকাশ করেন তিনি। বলেন, ‘‘ইডি, সিবিআই নিলাম করলে শেখ শাহজাহানের বাড়ি আমি কিনব। শাহজাহান আর কোনও দিনই জেল থেকে বেরোতে পারবে না। ওঁর বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। ওঁর ভাই এবং একাধিক তৃণমূল নেতার অবস্থা শাহজাহানের মতোই হবে।’’
এ প্রসঙ্গে সন্দেশখালির বিধায়ক তৃণমূলের সুকুমার মাহাতোর কটাক্ষ, ‘‘শুভেন্দুর টাকা বেশি হলে কিনতে পারেন, এ নিয়ে কারও তো কিছু বলার থাকতে পারে না!’’ উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষের কথায়, "শুভেন্দুর দাম্ভিকতা বেড়ে গিয়েছে।’’
এ দিন জয়গাঁয় প্রচার সভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে করে বলেন, ‘‘আপনার সরকার সব জানত। কোনও ব্যবস্থা নেয়নি। তবে এখন সিবিআই তদন্ত করছে। সবাই ন্যায় পাবে।’’