—প্রতীকী চিত্র।
সরকারি গেস্ট হাউসে নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৈঠক করেছে তৃণমূল। এমনই অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল বিজেপি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে অভিযোগ করলেন তাঁরা। অন্য দিকে, সরকারি গেস্ট হাউসে বৈঠকের কথা স্বীকার করে নিলেও নির্বাচনী বিধিভঙ্গের বিষয়টি মানতে চাননি জেলা তৃণমূল সভাপতি।
বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদের গেস্ট হাউসে বিনয় সরকার অতিথি আবাসে তৃণমূলের রণকৌশল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম-সহ তৃণমূল কংগ্রেসের মালদহ জেলার দুই লোকসভার প্রার্থী এবং নির্বাচন কমিটির সদস্যেরা। কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর সরকারি ভবনে দলীয় বৈঠক কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন উত্তর মালদহ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। অন্য দিকে, বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। যদিও তাঁর বক্তব্য নির্দিষ্ট অনুমতি নিয়েই ওই বৈঠক করা হয়েছে। তবে কার কাছ থেকে অনুমতি নেওয়া হল, সেই বিষয়টি তিনি নির্দিষ্ট ভাবে বলেননি।
এর আগে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মালদহের ১০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তাঁর মন্তব্যের জন্য আবার মুখ্য নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে মালদহ জেলা তৃণমূল। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন সাংবাদিক বৈঠক করে জানান, ভিত্তিহীন অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী।