Lok Sabha Election 2024

সন্ন্যাসীচরণের বাড়িতে গেলেন পিয়া, শুরু প্রচার

গত বিধানসভা নির্বাচনে তাঁর প্রার্থীপদ নিয়ে দলের একাংশের ‘অসন্তোষ’ দেখা দিয়েছিল। একযোগে বেশ কয়েক জন নেতা, নেত্রী চিঠি লিখে পদত্যাগও করেন। এ বারেও সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না দলের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ০৮:১৩
Share:

সন্ন্যাসীচরণ মণ্ডলের (মাঝে) বাড়িতে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা। রবিবার কীর্ণাহারে। —নিজস্ব চিত্র।

কাল প্রার্থীপদ পেয়েছেন। আজই সাংগঠনিক জেলা সভাপতি (বোলপুর) সন্ন্যাসীচরণ মণ্ডলের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে গেলেন বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা। বরিবার সন্ন্যাসীচরণের কীর্ণাহারের বাড়িতে আসেন তিনি। পরে শান্তিনিকেতনে বিজেপির দলীয় কার্যালয়েও যান পিয়া।

Advertisement

প্রসঙ্গত, দু’বার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পিয়া। গত বিধানসভা নির্বাচনে তাঁর প্রার্থীপদ নিয়ে দলের একাংশের ‘অসন্তোষ’ দেখা দিয়েছিল। একযোগে বেশ কয়েক জন নেতা, নেত্রী চিঠি লিখে পদত্যাগও করেন। এ বারেও সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না দলের একাংশ। এ দিনও দলের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা ফেসবুকে তাঁর প্রার্থীপদ নিয়ে কটাক্ষ করে পোস্ট করেছেন (যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার)।

পিয়া অবশ্য এ সব আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, ‘‘প্রার্থীপদ ঘোষণার পরে অনেকেই আমাকে ফোন করে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সম্মিলিত ভাবে লড়াই করব।’’ অন্য দিকে, সন্ন্যাসীচরণ বলেন, ‘‘পিয়া সাহার প্রার্থীপদ নিয়ে দলে কোনও অসন্তোষ নেই। তেমন পরিস্থিতি হলে আমরা একত্রে বসে মিটিয়ে নেব।’’

Advertisement

প্রার্থী হওয়ার পর এদিনই শান্তিনিকেতনে বিজেপির কার্যালয়েও আসেন পিয়া। সেখানেই দলীয় কার্যকর্তাদের সঙ্গে আলাপচারিতা সরেন তিনি।কার্যকর্তারাও এ দিন প্রার্থীকে কাছে পেয়ে ফুলের তোড়া দিয়ে, মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিয়া বলেন, “উচ্চ নেতৃত্ব ঠিক করে কারা প্রার্থী হবেন, এ বিষয়ে আমাদের কোন টিপ্পনি করার ক্ষমতা নেই। অনুব্রত গড়ে দাঁড়িয়ে আমাদের একটাই প্রচারের ইস্যু থাকবে কোন মানুষ যেন তৃণমূল দ্বারা অত্যাচারিত না হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement