(বাঁ দিকে) লকেট চট্টোপাধ্যায়। অসীমা পাত্র (ডান দিকে) । —নিজস্ব চিত্র।
ভোটের সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কখনও ঘাড়ধাক্কা দিয়ে ‘ভুয়ো এজেন্ট’কে বার করে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন, কখনও দৌড়লেন বুথে-বুথে।
তবে সবচেয়ে বড় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল ধনিয়াখালিতে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের ঠিক বাড়ির সামনে। সেখানে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেটকে ‘ডাকাত’ বলে ডাক দেন অসীমা-সহ তৃণমূলের কর্মী-সমর্থকেরা। লকেটও পাল্টা ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে স্লোগান দিতে থাকেন। এ ভাবেই মিনিট কয়েক চলে স্লোগান এবং পাল্টা স্লোগান।
তৃণমূল এবং বিজেপির ‘সম্মুখ সমরে’ হুইস্ল বাজালেন পুলিশকর্মীরা। যদিও সহজে কেউ কাউকে ছাড়লেন না। তৃণমূল বিধায়ক অসীমার অভিযোগ,‘‘হার নিশ্চিত বুঝে নানা রকম ভাবে অশান্তির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী।’’
লকেটের অভিযোগ, তৃণমূল ভোট লুট করার চেষ্টা করছে। তাঁর কটাক্ষ, ‘‘সবাই লাইনে ছিল। আমি ধনিয়াখালিতে পা দিয়ে দিয়েছি। সব চলে এসেছে।’’ তার পর আবার তিনি গলা ছেড়ে হাঁক দেন, ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে। প্রত্যুত্তরে ভেসে আসে ‘ডাকাত-ডাকাত, লকেট ডাকাত!’ পরিস্থিতি সামলাতে কার্যত ঘাম ছুটে যায় পুলিশের।