Lok Sabha Election 2024

‘ভোট দিতে যাবি না’! বাড়ির বাইরে বেরোতেই আক্রান্ত বিজেপি সভাপতি, অভিযোগ তৃণমূলের দিকে

শনিবার সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে অশোকনগরের রাংড়ী এলাকায়। আক্রান্ত বিজেপির বুথ সভাপতির নাম অশোক রাহা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

অশোকনগর শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১১:৩৭
Share:

— নিজস্ব চিত্র।

আগের দিন রাতেই ভোট দিতে বারণ করে গিয়েছিল একদল দুষ্কৃতী। ভোটের সকালে বাড়ির বাইরে পা দিতেই জুটল আগাপাশতলা পিটুনি। উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপির এক বুথ সভাপতির উপর আচমকাই চড়াও হয় ৩০-৪০ জনের একটি দল। মাটিতে ফেলে যথেচ্ছ কিল-চড়-লাথি-ঘুষি চালাতে থাকে। লাঠি দিয়েও মারধর করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের দাবি, বিজেপি ভোটের বাজার গরম করার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে।

Advertisement

শনিবার সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে অশোকনগরের রাংড়ী এলাকায়। আক্রান্ত বিজেপির বুথ সভাপতির নাম তাপস রাহা। তাঁর অভিযোগ, শুক্রবার রাতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছিল। তাঁদের বলা হয়েছিল, বাড়ির কেউ যেন ভোট দিতে না যান। তাপস জানিয়েছেন, ওই হুমকি শোনার পর তিনি বাড়ির সকলকেই ভোট দিতে নিষেধ করেছিলেন, নিজেও ঠিক করেছিলেন ভোট দিতে যাবেন না। সেই মতোই শনিবার সকালে ভোটের দিন বুথে যাননি বিজেপির বুথ সভাপতি। তাপসের কথায়, ঘুম থেকে উঠে জামা পরে বাড়ির উঠোনের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে দেখে এগিয়ে আসে ৩০-৪০ জনের একটি দল। তাঁকে বলা হয় বাড়ির ভিতরে ঢুকতে। পাল্টা তাপস জানান, তিনি ভোট দিতে যাচ্ছেন না। তাপসের অভিযোগ, এর পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বলে, ‘‘ভোট দিতে বারণ করেছিলাম তো! বাড়ির বাইরে বেরিয়েছিস কেন?’’ এই নিয়ে বাগ্‌বিতণ্ডা গড়ায়। পরিস্থিতি তপ্ত হতে শুরু করে। তাপস নিজের গণতান্ত্রিক অধিকারের কথা জানিয়ে ভোট দেওয়ার কথা বললে তাঁকে মাটিতে ফেলে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ।

যদিও এ ব্যাপারে তৃণমূলের বিগ্রা মানিক বেড়িয়ার অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর বক্তব্য, ‘‘তৃণমূলের কোনও দুষ্কৃতী এ ধরনের কাজ করতে পারে না। বরং তৃণমূলই এলাকার নিরাপত্তার খেয়াল রাখছে। যাঁরা বিজেপি করে তাঁদেরও নিরাপত্তা দিচ্ছে তৃণমূল। তাই বিজেপি যে অভিযোগ করেছে, তা বাজার গরম করার জন্য করছে।’’

Advertisement

তাপস অবশ্য জানিয়েছেন, অশোকনগরের এই এলাকায় বিজেপির তেমন জোর নেই। এই এলাকায় যাঁরা বিজেপি করেন, তাঁরাও করেন লুকিয়ে-চুরিয়ে। ভোট অনেকেই দিতে যান না। তবে তাপস জানিয়েছেন, মার খাওয়ার পরে তিনি ভোট দিয়ে এসেছেন।

পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল। তাপসের অভিযোগ, তারা এক-দেড় ঘণ্টা পরে আসে। আসার পরেও অভিযুক্তদের ধরার বদলে তাপসকেই গলা নামিয়ে কথা বলতে বলে। উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির বুথ সভাপতির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement