TMC-BJP

চুঁচুড়ায় তৃণমূলের পতাকা ছিঁড়ে পোড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

চুঁচুড়া বিধনসভার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র নগর কালীতলায় তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার পুড়িয়ে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২৩:৪৪
Share:

—প্রতীকী ছবি।

ভোটের আগে তৃণমূলের পতাকা পোড়ানো নিয়ে চাঞ্চল্য হুগলির চুঁচুড়ায়। চুঁচুড়া বিধনসভার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র নগর কালীতলায় তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার পুড়িয়ে নর্দমায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে যান দলীয় কর্মীদের নিয়ে।

Advertisement

তৃণমূলের দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, ‘‘বিজেপি এই সব করছে। যেখানে ফেলেছে, সেখানকার মানুষই আমাদের ভোট দেবেন। বিজেপি এ সব বদমাইসি করে কিছু করতে পারবে না।’’ পাল্টা বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, ‘‘বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের নিজেদের লোকেদের গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটেছে। দলের প্রার্থীকে অনেকে মেনে নিতে পারেননি। তাই এর আগেও ব্যানার ছিঁড়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement