—প্রতীকী ছবি।
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে বাম-কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার জন্য ফের আহ্বান জানাল নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চ। সংগঠনের তরফে প্রসেনজিৎ বসু শুক্রবার বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে বিজেপি-র বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই সূত্রেই ওই সংগঠনের তরফে মোদীর বিরুদ্ধে লাগাতার মিথ্যাচারের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি, কর্মসংস্থান, অর্থনীতি, চাষি ও শ্রমিকের জীবন বেহাল বলে অভিযোগ করে মোদী ও কেন্দ্রকে বিঁধেছে তারা। সংগঠনের তরফে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইনেরও (সিএএ) বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নানা কার্যকলাপে জনতা ক্ষুব্ধ বলেও দাবি করেছে তারা। প্রসেনজিতের বক্তব্য, এই পরিস্থিতিতে তাঁরা দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। প্রসঙ্গত, কিছু দিন আগেই কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমকে পাশে নিয়ে ‘নাগরিক থেকে শরণার্থী’ শীর্ষক প্রবন্ধ সঙ্কলন প্রকাশের কর্মসূচিও নিয়েছিল এই সংগঠন।