Lok Sabha Election 2024

সন্দেশখালি থেকেই ভোটে মহিলা প্রার্থী হিন্দু মহাসভার

আসন্ন লোকসভা ভোটে তারা সন্দেশখালিরই কোনও মহিলাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করবে বলে জানিয়েছে। সন্দেশখালি ওই লোকসভা কেন্দ্রেরই অধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:০১
Share:

বেশ কিছু ধরেই অশান্ত সন্দেশখালি। —ফাইল চিত্র।

বেশ কিছু ধরেই অশান্ত সন্দেশখালি। প্রথম সারির রাজনৈতিক দলগুলির পাশাপাশি অখিল ভারত হিন্দু মহাসভাও সেখানে কার্যত নিঃশব্দে জনসংযোগের কাজ শুরু করেছে। আসন্ন লোকসভা ভোটে তারা সন্দেশখালিরই কোনও মহিলাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করবে বলে জানিয়েছে। সন্দেশখালি ওই লোকসভা কেন্দ্রেরই অধীন।

Advertisement

রবিবার হিন্দু মহাসভার একটি প্রতিনিধি দলের দু’জন করে সদস্য সন্দেশখালির ধামাখালি, লঞ্চঘাট মোড়, মাঝিপাড়া, পুকুরপাড়া, সিংহপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘‘আমরা লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে সন্দেশখালি ২ ব্লক থেকেই কোনও মহিলাকে প্রার্থী করব। যাতে কোনও বানানো কথা বা প্ররোচনায় কেউ পা না দেন। ওখানকার ভূমিপুত্র বা মহিলারাই সেখানকার সমস্যা এবং সমাধানের বিষয় সারা দেশের কাছে সঠিক ভাবে পৌঁছে দিতে পারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement