Abhishek Banerjee in Ghatal

তৃণমূলের ফল যেখানে ভাল হবে, আবাসের টাকার প্রথম কিস্তি সেখানে এই বছরেই, সময়ও জানালেন অভিষেক

রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোডশো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই আধ ঘণ্টা বক্তৃতাও করেন তিনি। দু’টি নতুন ঘোষণাও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১৭:৫৫
Share:

রবিবার ঘাটালের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

ঘাটালে লোকসভা ভোটের প্রচারে দেবের সমর্থনে সভা করতে গিয়ে দু’টি নতুন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে দু’টিই কেন্দ্রীয় প্রকল্প সংক্রান্ত।

Advertisement

রবিবার অভিষেক বললেন, ‘‘যে যে বিধানসভায়, পঞ্চায়েতে বা পুরসভায় আপনারা তৃণমূলের হাত শক্ত করবেন, সেখানে সেখানে ডিসেম্বরে আবাসের টাকার প্রথম কিস্তির অর্থ পৌঁছে যাবে।’’

অভিষেকের দ্বিতীয় ঘোষণাটি ঘাটাল মাস্টারপ্ল্যান সংক্রান্ত। সেই ঘোষণায় অভিষেক জানিয়েছেন, ‘‘এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ শুধু ঘোষণা নয়, হাতেকলমে শুরু করে দেবে তৃণমূল সরকার।’’

Advertisement

রবিবার দেবের সমর্থনে ঘাটালে রোডশো করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষে আধ ঘণ্টার মতো সময় তিনি বক্তৃতাও করেন। দেবকে কেন ঘাটালের মানুষ ভোট দেবেন, আর কেন দেবের প্রতিপক্ষ হিরণকে ভোট দেবেন না তা নিয়েও ওই সভায় বিস্তারিত বলেন অভিষেক। এমনকি, হিরণ বিজেপি ছেড়ে তাঁর কাছে এসেছিল তৃণমূলে যোগ দিতে— এই তথ্যও প্রকাশ্যে বলে দেন তিনি। এ-ও জানান যে, তাঁর কাছে ভিডিয়ো প্রমাণ রয়েছে। সেই প্রসঙ্গেই বিধানসভা ভোটে নির্বাচিত হিরণের বিধানসভা ক্ষেত্রে উন্নয়নের প্রসঙ্গ ওঠে। আর উন্নয়ন প্রসঙ্গে ঘাটালের উন্নয়ন এবং বাংলার মানুষের উন্নয়নের কথা বলেন অভিষেক।

প্রথমে ঘাটালের মাস্টারপ্ল্যান সংক্রান্ত রাজ্য সরকারের পরিকল্পনার কথা জানিয়ে অভিষেক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দেবকে পাশে নিয়ে বলেছেন, ঘাটালের মাস্টারপ্ল্যান তিনি করে দেবেন। আমি বলে যাচ্ছি, এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা ওই প্ল্যানের কাজও শুরু করে দেব। আমি কথা দিয়ে গেলাম। আর আমি কথা দিলে কথা রাখি।’’

কী কী কথা রেখেছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়েই বাংলার বাড়ি এবং কেন্দ্রের আবাস যোজনার কথাও উঠে আসে। মমতা এবং অভিষেক ১০০ দিনের কাজের টাকা দেওয়া শুরু করার পর থেকেই বলে আসছিলেন, কেন্দ্র না দিলে রাজ্য সরকার আবাস যোজনার টাকাও দিয়ে দেবেন। সে প্রসঙ্গেই অভিষেক বলেন, ‘‘আরও একটা ঘোষণা আছে। সেটা কি আজই বলব?’’ জনগণের সাড়া পেতেই অভিষেক বলেন, ‘‘রাজ্য সরকার এ বছরের ডিসেম্বরের মধ্যেই আবাসের আবেদনকারীদের প্রথম কিস্তির টাকা দিতে শুরু করবে।’’ অভিষেক আরও বলেন, ‘‘আমি কথা দিয়ে গেলাম, যে যে এলাকায়, যে সমস্ত, বিধানসভা, পঞ্চায়েত এলাকা বা পুরসভায়— যেখানেই আপনারা আমাদের হাত শক্ত করবেন, সেই এলাকার মানুষের অ্যাকাউন্টে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement