বিজেপি-বিরোধী প্রচারে আপ। ধর্মতলায়। — নিজস্ব চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাজ্যে চারটি নির্বাচনী সভা করলেন, তখন রবিবার আম আদমি পার্টির (আপ) পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তরফে ধর্মতলায় ‘বিজেপিকে একটিও ভোট নয়’ দাবি জানিয়ে জমায়েত করা হল। সঙ্গে ছিল দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ছবি। দিল্লিতে মুখ্যমন্ত্রী কেজরীওয়াল এ দিন দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, ২৪ ঘণ্টা বিদ্যুৎ-সহ নানা ক্ষেত্রে যে ১০টি ‘কেজরীওয়ালের গ্যারান্টি’র কথা বলেছেন, তা-ও প্রচার করেছেন বাংলার আপ নেতা-কর্মীরা। দলের রাজ্য শাখার প্রধান মুখপাত্র অর্ণব মৈত্রের বক্তব্য, “আজকের কর্মসূচি মানুষকে জাগ্রত করার জন্য। যে ১০টি গ্যারান্টির কথা আমাদের নেতা অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন, তা-ও প্রচার করা হয়েছে।” আপ নেতৃত্বের দাবি, বিজেপি ফের ক্ষমতায় আসার অর্থ দেশে স্বৈরতন্ত্র স্থাপন হওয়া। মোদী ‘এক দেশ, এক নেতা’ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।