হাওড়া স্টেশনে ভেঙে পড়ল শেডের একাংশ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে।
এ দিন সওয়া ন’টা নাগাদ হাওড়ার ১৪ নম্বর প্ল্যাটফর্মে এসেছিল কালকা মেল। যাত্রীরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম ধরে হেঁটে বাইরে চলেও গিয়েছেন। খালি ট্রেনটি কারশেডে পাঠানোর কাজ চলছে। আচমকাই প্রচণ্ড শব্দ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্ল্যাটফর্মের যাত্রী শেডের কিছু অংশ (১০০ ফুটের মতো)। তবে মাটিতে পড়েনি। ট্রেনের ছাদের সঙ্গে ঝুলতে থাকে ভাঙা শেড।
রেল সূত্রে খবর, ওই সময়ে প্ল্যাটফর্মে যাত্রী ছিলেন না তেমন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের কর্তারা। আসে পুলিশ ও আরপিএফ। এর পরেই বন্ধ করে দেওয়া হয় ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম। পরে দুই প্ল্যাটফর্মের ওভারহেডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা। সকালের ব্যস্ত সময়ে দু’টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়।
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই প্ল্যাটফর্মে কালকা মেল দাঁড়িয়েছিল। সেই সময় একটি স্তম্ভ-সহ ওই শেডটি আচমকাই ভেঙে পড়ে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ওই সময় ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনায় কেউ আহত না হলেও ট্রেনটির একাংশ অাংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।