সল্টলেকে বিমান সেবিকাকে কটূক্তি, ধৃত চার ছাত্র

সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক বিমানসেবিকাকে উত্যক্ত ও ইভটিজিং করার অভিযোগে একটি বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের চার ছাত্রকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শনিবার রাতের ঘটনা। রবিবার, ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে তাঁরা জামিনে মুক্তি পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সল্টলেক শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৫ ১৮:১৪
Share:

সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে এক বিমানসেবিকাকে উত্যক্ত ও ইভটিজিং করার অভিযোগে একটি বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের চার ছাত্রকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শনিবার রাতের ঘটনা। রবিবার, ধৃতদের বিধাননগর আদালতে তোলা হলে তাঁরা জামিনে মুক্তি পান।

Advertisement

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ পাঁচ নম্বর সেক্টরের ওয়েবেল টেকনোপলিসের কাছে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন দুই তরুণী। তার মধ্যে এক জন পেশায় বিমানসেবিকা। ওই সময় একটি গাড়িতে অভিযুক্ত চার ছাত্র যাচ্ছিলেন। তরুণীর অভিযোগ, গাড়ি থেকে তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করতে থাকেন ওই ছাত্রেরা। অশালীন আচরণ করেন। এমনকী গাড়িতে তুলে নেওয়ার হুমকিও দেন ওই ছাত্রেরা। তিনি ভয় না পেয়ে রুখে দাঁড়ান। পরে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement