সারদা মামলায় ধৃত ব্যবসায়ীর ৩ দিনের সিবিআই হেফাজত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৪ ১৬:৩৭
Share:

ছবি: রণজিৎ নন্দী

সারদা মামলায় ধৃত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। রবিবার এই নির্দেশ দেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) বিজয়তা দে।

Advertisement

সারদা মামলায় টানা দু’দিন জি়জ্ঞাসাবাদের পর শনিবার রাতে সন্ধির অগ্রবালকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে ৪০৬ (বিশ্বাসঘাতকতা), ৪০৯ (অপরাধজনক বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের করা হয়।

এ দিন দুপুর ২টো নাগাদ সন্ধিরকে আলিপুর আদালতে পেশ করা হয়। শুরুতেই সন্ধিরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী চন্দ্রজিত্ চট্টোপাধ্যায়। আদালতে কাছে জামিনের আর্জিতে তাঁর আইনজীবী দু’টি বিষয় উল্লেখ করেন। এক, সন্ধির এখনও পর্যন্ত সিবিআই-এর ডাকে পাঁচ বার তাদের সঙ্গে দেখা করে এই মামলায় সহযোগিতা করেছেন। আর দুই, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র— দুইয়েরই কোনও কারণ বা প্রমাণ দিতে পারেনি সিবিআই।

Advertisement

এই জামিনের আবেদন খারিজ করার আর্জি জানিয়ে সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, সন্ধির অগ্রবাল সারদাকাণ্ডের এক জন অন্যতম যড়যন্ত্রকারী। সেবি এবং সুদীপ্ত সেনের মধ্যে সন্ধির অগ্রবালের প্রত্যক্ষ যোগ ছিল বলেও সওয়াল করে সিবিআই আইনজীবী। এর পরেই সন্ধিরের জামিনের আর্জি নাকচ করে ২৭ অগস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দেন সিজেএম।

সন্ধিরের সিবিআই হেফাজত ছাড়াও সারদাকাণ্ডে এ দিন সকাল থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংহের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংহকে জিজ্ঞাসবাদ করে সিবিআই। অভিযোগ, অসমে একটি টেলিভিশন চ্যানেল বিক্রির বিষয়ে সুদীপ্ত সেনের সঙ্গে ৪২ কোটি টাকার চুক্তি হয়েছিল মনোরঞ্জনার। মনোরঞ্জনা সিংহকে এ দিন তা নিয়ে জেরা করা হয় বলে সিবিআই সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement