আগুন লেগে ভস্মীভূত জীবন বিমা নিগমের কম্পিউটার সার্ভার রুম।—নিজস্ব চিত্র।
আগুন লাগল মধ্য কলকাতার হিন্দুস্থান বিল্ডিং-এর ভারতীয় জীবনবিমা নিগমের আঞ্চলিক অফিসে। সোমবার সকাল ৮টা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ওই বহুতলের একটি ঘরে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও তত ক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে নিগমের একটি কম্পিউটার সার্ভার রুম। পুড়ে যায় বেশ কয়েকটি কম্পিউটারও।
দমকল ও পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে অফিসে ঢুকতে গিয়ে এক তলার ওই ঘরে আগুন নজরে আসে জীবন বিমা নিগমেরই কয়েক জন কর্মীর। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। যে ঘরে আগুন লাগে সেটি নিগম তাদের কম্পিউটার সার্ভার রুম হিসেবে ব্যবহার করত। আগুন লেগে আসবাবপত্র, কম্পিউটার-সহ ঘরটি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে কিছু নথিপত্রেরও। প্রাথমিক তদন্তে দমকলের ধারণা, মূলত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।