রুপোজয়ী ভরতীয় দল। ছবি: এএফপি।
এশিয়াডের সপ্তম দিনে বড়সড় সাফল্য পেল ভারত। শ্যুটিংয়ে রুপো এবং সাঁতারে ব্রোঞ্জ জেতার পাশাপাশি স্কোয়াশে পুরুষ ও মহিলাদের দলগত বিভাগের ফাইনালে উঠল তারা। মহিলাদের হকিতেও সেমিফাইনালে উঠেছে ভারত।
শুক্রবার সকালে ২৫ মিটার পিস্তল শ্যুটিং-য়ের দলগত বিভাগে রুপো জেতে ভারত। লন্ডন অলিম্পিকের রুপোজয়ী শ্যুটার বিজয় কুমার, পেম্বা তামাং এবং গুরপ্রীত সিংহের ভারতীয় দল এক পয়েন্টের ব্যাবধানে হারালেন আয়োজক দক্ষিণ কোরিয়াকে। বিজয়দের সংগ্রহ ১৭৪০ পয়েন্ট। ১৭৪২ স্কোর করে ইভেন্টটি থেকে সোনা জিতল চিন।
সৌরভ ঘোষাল এবং দীপিকা পাল্লিকালের পদক জয়ের পর স্কোয়াশে ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত। মহিলা ও পুরুষদের দলগত বিভাগের ফাইনালে উঠল ভারত, হারাল যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও কুয়েতকে। তিন ম্যাচের সিরিজে দুটি ক্ষেত্রেই প্রথম দু’টি ম্যাচ জিতে যাওয়ায় শেষ ম্যাচ খেলতেই হয়নি ভারতকে। স্কোয়াশে এ বারেই প্রথম ব্যাক্তিগত বিভাগে পদক জিতেছে ভারত। সৌরভ রুপো জেতার পাশাপাশি ব্রোঞ্জ জিতেছেন দীপিকা পাল্লিকাল।
পুরুষদের হকিতে এখনও সেমিফাইনালে না উঠলেও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় মেয়েরা। গ্রুপের শেষ ম্যাচে এ দিন মালয়েশিয়াকে ৬-১ গোলে হারায় তারা। সেমিফাইনালে তাঁদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী গত বারের রুপোজয়ী দক্ষিণ কোরিয়া।
তবে এ সবের মধ্যে সবচেয়ে বড় চমক দিলেন সন্দীপ সেজওয়াল। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতলেন তিনি। এই ইভেন্টে তিনিই প্রথম ভারতীয় হিসাবে পদক জিতলেন।
তিরন্দাজিতে মহিলা দল পদকের আশা জিইয়ে রাখলেও হংকং-য়ের কাছে হেরে ছিটকে গেল ভরাতীয় পুরুষ দল। দীপিকা কুমারী, বোম্বাইলা দেবী এবং লক্ষ্মীরাণী মাজির ভারতীয় দল উজবেকিস্তান এবং চাইনিজ তাইপেই-কে হারিয়ে সেমিফাইনালে মুখোমুখি শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। টেনিসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন সনম সিংহ। র্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা কোরিয়ার হুয়েন চাঙকে স্ট্রেট সেটে হারালেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই টেনিস থেকে একটি পদক নিশ্চিত করবেন তিনি। সনম জিতলেও ব্যাডমিন্টনে হেরে গেলেন পারুপল্লি কাশ্যপ। কমনওয়েলথ সোনাজয়ী কাশ্যপ এ দিন দাঁড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর লি চুঙের সামনে। মাত্র ৩৪ মিনিটে স্ট্রেট সেটে হারলেন তিনি। কাশ্যপের পাশাপাশি হেরে গেলেন সাইনা নেহওয়ালও। মিক্সড ডাবলসেও হেরে যাওয়ায় ব্যাডমিন্টন থেকে এ বারে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে।
চলতি এশিয়াডের একমাত্র সোনার পদকটি এসেছে শ্যুটিং থেকেই। জিতু রাইয়ের হাত ধরে প্রথম দিনেই সোনা জিতেছিল ভারত। একমাত্র রুপোটি এসেছিল স্কোয়াশে সৌরভ ঘোষালের মাধ্যমে। এ দিন দেশের হয়ে দ্বিতীয় রুপো এবং ১৬তম পদকটি জিতে পদক তালিকায় এক ধাপ উপরে উঠল ভারত। একটি সোনা, দু’টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ জিতে আপাতত তারা ১৪ নম্বরে।