মোদী-মেদভেদেভ বৈঠক। ছবি: টুইটার।
বুধবারই নরেন্দ্র মোদীকে ‘কাজের মানুষ’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভারতকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বললেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
মায়ানমার সফরের তৃতীয় দিন সকালেই দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টা নাগাদ রাশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাশিয়াকে ভারতের ‘ঘনিষ্ঠ এবং মূল্যবান’ বন্ধু বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। মাসখানেক পরে পঞ্চদশ ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে পুরনো দুই বন্ধুর বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। এর আগে চলতি বছরের জুলাইয়ে ব্রিকস সম্মেলনেও দুই দেশের মধ্যে প্রতিরক্ষা এবং পারমাণবিক শক্তি ক্ষেত্রে সমঝোতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। এ দিনের বৈঠকে সমন্বয় আরও বাড়াতে যুক্তরাষ্ট্রীয় স্তরে আরও বেশি বৈঠকের কথা বলেন মোদী। বিষয়টিকে সমর্থন করেন মেদভেদেভও। আসন্ন ভারত সফরে পুতিনকে কুডানকুলাম পারমাণবিক কেন্দ্রে আসার আমন্ত্রণও জানান তিনি।
হাতে হাত। ২৫তম আসিয়ান বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ছবি: পিটিআই।
মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর আসিয়ান-এর সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত বৈঠকে এশিয়ার দেশগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ইবোলা নিয়ে সতর্কতা আরও বাড়াতে বলে এই রোগ মোকাবিলায় ১২ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। চিনকে সতর্ক করে তিনি বলেন, “বর্তমান বিশ্ব পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বায়নের উপর অত্যন্ত নির্ভরশল। আমাদের প্রত্যেকের উচিত আন্তর্জাতিক আইন মেনে চলা। আশা করব দক্ষিণ চিন সাগরে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে চিনও তা মেনে চলবে।” বেড়ে চলা সন্ত্রাসবাদকে রুখতে এশিয়া-সহ বিশ্বের সব দেশকে হাতে হাত রেখে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করেন মোদী। বৈঠকে মালয়েশিয়া সরকারের ভূয়সী প্রশংসা করে ভারতে ‘মালয়েশিয়া মডেল’ চালু করতে সরকারি স্তরে সাহায্য চান তিনি।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে মোদীর ১০ দিনের তিন দেশীয় বিদেশ সফর। মায়ানমার ছাড়া সফর তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া এবং ফিজি।