মাস চারেক আগে তার বিরুদ্ধে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছিলেন এক মহিলা। সোমবার সেই মধ্যবয়সী বিধবা মহিলার বাড়িতে চড়াও হয়ে ফের তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ওই একই যুবকের বিরুদ্ধে। ওই দিনের ঘটনায় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন নির্যাতিতার বাবা। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকার লক্ষ্মীঘাট গ্রামে।
ধর্ষণের চেষ্টা করায় মাস চারেক আগে পেশায় ভ্যানচালক প্রতিবেশী রিন্টু শেখের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্যাতিতা মহিলা এবং তাঁর বাবা গ্যাঁড়া চৌধুরী। এর পরে অভিযোগ ওঠে, অভিযুক্তকে গ্রেফতার করা তো দূরের কথা, বরং অভিযুক্তকে থানায় ডেকে মীমাংসার ব্যবস্থা করেছিল পুলিশ। এর পর মামলা প্রত্যহারের জন্যে বার বার চাপ দিতে থাকে অভিযুক্ত। নির্যাতিতার পরিবার অভিযোগ তুলে নিতে অস্বীকার করলে সোমবার রাতে নির্যাতিতার বাড়িতে চড়াও হয় রিন্টু। ওই দিন ফের ওই মহিলাকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় মহিলার বাবা শৌচালয়ে ছিলেন। মেয়ের চিত্কার শুনে ছুটে আসেন তিনি। রিন্টুকে বাধা দিলে তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে সে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পর এখনও অধরা অভিযুক্ত রিন্টু। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” মাস চারেক আগে এই ঘটনা নিয়ে পুলিশ মীমাংসা করার চেষ্টা করেছিল, সে প্রসঙ্গে প্রসূনবাবু বলেন, “পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”