নরেন্দ্র মোদীর শপথগ্রহণে উপস্থিত থাকবেন পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত কয়েক দিনের জল্পনা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পাক বিদেশ মন্ত্রক। শনিবার সকালে এই সিদ্ধান্তের কথা জানিয়ে পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ৬ মে ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এক দিনের ভারত সফরে যাবেন পাক প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী সোমবার নয়াদিল্লি এসে সরাসরি রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে পৌঁছবেন তিনি। তাঁর সঙ্গে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজেরও আসার কথা।
মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজের আসা নিয়ে বেশ কয়েক দিন ধরেই চলছিল জল্পনা। অনুষ্ঠানে আসার ইচ্ছা থাকলেও সেনা ও আইএসআইকে চটাতে চাইছিলেন না শরিফ। ফলে বেশ কিছু দিন ধরেই চলছিল সেনা ও আইএসআইকে বোঝানোর প্রক্রিয়া। নওয়াজকে ভারতে আসার পরামর্শ দেয় পাক বিদেশ মন্ত্রকও। শুক্রবার আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হামলার পর আরও জটিল হয় পরিস্থিতি। অনিশ্চিত হয়ে পড়ে নওয়াজের ভারত সফর। ওই দিন বাবার সফরের পক্ষে সওয়াল করেন শরিফ-কন্যা মরিয়ম।
এ দিন পাক বিদেশমন্ত্রক শরিফের ভারত সফরে সবুজ সঙ্কেত দেয়। পাক প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের সম্পর্কে কোনও নতুন মাত্রা যোগ করে কি না আপাতত সে দিকেই তাকিয়ে সব মহল।