ভারত-পাক সচিব বৈঠক বাতিল

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ২১:১০
Share:

পাকিস্তানের সঙ্গে আগামী সপ্তাহের সচিব পর্যায়ের বৈঠক বাতিল করল কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দ্বিপাক্ষিক বৈঠক চালানো যাবে না বলে সোমবার পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিল ভারত। আগামী ২৫ অগস্ট ইসলামাবাদে দু’দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বশিতের সঙ্গে হুরিয়ত নেতা সাবির শাহের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় ভারত। এই বৈঠকের পরে ভারতের বিদেশ সচিব সুজাতা সিংহ ফোনে দ্ব্যর্থহীন ভাষায় পাক হাই কমিশনারকে বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো অনভিপ্রেত।”

Advertisement

গত মে মাসে কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ফের শুরু করতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বিদেশ সচিবের দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, হুরিয়ত নেতার সঙ্গে বৈঠক করে মোদীর সেই উদ্যোগেরই অবমাননা করল পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement