বন্ধ হল বিষ্ণুপুরের ইস্পাত কারখানা

রাজ্যের শিল্পে কি অশনি সঙ্কেত? বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলের বাসবী ইস্পাত কারখানায় লক আউট-এর নোটিস পুরনো সেই প্রশ্নটিকেই ফের তুলে ধরল। বেসরকারি ওই ইস্পাত কারখানায় মঙ্গলবার ঝোলানো হয় এই নোটিস। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন কারখানার প্রায় ৮০০ শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪
Share:

অবরোধের জেরে বিপর্যস্ত যান চলাচল। ছবি: শুভ্র মিত্র।

রাজ্যের শিল্পে কি অশনি সঙ্কেত?

Advertisement

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলের বাসবী ইস্পাত কারখানায় লক আউট-এর নোটিস পুরনো সেই প্রশ্নটিকেই ফের তুলে ধরল। বেসরকারি ওই ইস্পাত কারখানায় মঙ্গলবার ঝোলানো হয় এই নোটিস। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন কারখানার প্রায় ৮০০ শ্রমিক।

কিন্তু হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হল?

Advertisement

ওই নোটিসে জানানো হয়েছে, বিদ্যুৎ সংযোগ-সহ কাঁচামালের অভাবের পাশাপাশি শ্রমিকেরা কাজ না করার ফলে কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানা বন্ধের নোটিস দেখে শ্রমিকেরা দলমত নির্বিশেষে মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে শ্রমিক অসন্তোষ উঠে আসে বিষ্ণুপুর-সোনামুখী রাজ্য সড়কে। এ দিন সকাল ৭টা থেকে সেখানে পথ অবরোধ শুরু করেন তাঁরা। এ দিন দুপুর পর্যন্ত অবরোধ ওঠেনি বলে পুলিশ সূত্রে খবর। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, প্রশাসনের তরফে কেউ না এলে এই অবরোধ তোলা হবে না।

বিষ্ণুপুরের মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “এটি একটি বেসরকারি কারখানা। তাই কারখানার অভ্যন্তরীণ কোনও বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। রাস্তা অবরোধও অনৈতিক কাজ। খুব শীঘ্রই ওই অবরোধ তোলার ব্যবস্থা করা হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement