ব্যক্তিগত বন্ডে জামিনে রাজি কেজরীবাল

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ২২:৫৮
Share:

শেষমেশ ব্যক্তিগত বন্ডে জামিন নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টের পরামর্শই মেনে নিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল। বিজেপি নেতা নিতিন গডকড়ীর দায়ের করা মানহানির মামলায় জামিনের টাকা দিতে রাজি না হওয়ায় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট কেজরীবালের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল। মঙ্গলবার দুপুরে তিহাড় জেলে কেজরীবালের সঙ্গে দেখা করে হাই কোর্টের এই পরামর্শ নিয়ে আলোচনা করতে যান আইনজীবী শান্তি ভূষণ এবং প্রশান্ত ভূষণ। তাঁরা ওই আপ-নেতাকে বিচারপতি কৈলাস গম্ভীর এবং বিচারপতি সুনীতা গুপ্তের দেওয়া ব্যক্তিগত বন্ডে জামিন নেওয়ার পরামর্শের কথা জানান। এর পরই অরবিন্দ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সই করেন। ব্যক্তিগত বন্ডে জামিন নিতে রাজি না-হওয়াতেই কেজরীবালকে জেলে যেতে হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement