কিশোরীর শোকার্ত পরিবার। ছবি: গৌতম প্রামাণিক
সন্দেহের বশে প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠল তার প্রেমিকের বিরুদ্ধে। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই কিশোরীর সঙ্গে স্থানীয় এক কিশোরের সম্পর্ক ছিল। অন্য এক জনের সঙ্গে সম্পর্ক আছে এই সন্দেহে গত সপ্তাহে সে খুন করে বলে অভিযোগ। এই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকালে দু’জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
ঠিক কী হয়েছিল ওই দিন?
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ওই কিশোর-কিশোরীর মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় পকেট থেকে ছুরি বের করে কিশোরীকে আক্রমণ করে কিশোরটি। এর পরে ধস্তাধস্তি শুরু হয়। দু’জনেই পাশের একটি পুকুরে পড়ে গেলে ওই কিশোরীকে জলে ডুবিয়ে খুন করে সে। পুলিশ জানায়, এক বন্ধুর সাহায্যে তার বাড়ির পিছনে মাটি খুঁড়ে দেহটিকে পুঁতে দেয় ওই কিশোর। অভিযুক্ত কিশোরের বাবা ঘটনাটি জানতে পেরে পুলিশে খবর দেন। মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। এর পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হবে।”